X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

প্রতিরক্ষা নয়, দেশবাসী আশা করে তিস্তা চুক্তি: ওলামা লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৭, ২০:১০আপডেট : ০১ মার্চ ২০১৭, ২০:১৫

বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ আগামী ৭ এপ্রিল প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রতিরক্ষা চুক্তি নয়, দেশবাসী তিস্তা ও গঙ্গা ব্যারেজ চুক্তি আশা করে বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের একাংশের সভাপতি মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী।
বুধবার আওয়ামী ওলামা লীগের একাংশের নেতারা এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন।
বিবৃতিতে বলা হয়,প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে অবিরাম এগিয়ে চলেছে। প্রতিবেশী দেশ ভারত আমাদের উন্নয়নের সুবিধা ভোগ করছে। কিন্তু প্রতিবেশী দেশ থেকে আমরা কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছি না। মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও ভারত তা করেনি। এমনকি নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরেও তিস্তা চুক্তি হয়নি।
ওলামা লীগের বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরের সময় তিস্তা পানি বণ্টন চুক্তি সই হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না, সম্প্রতি ভারতের দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস–এর প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। শুধু তাই নয়, ভারত বাংলাদেশ থেকে সব চুক্তি আদায় করে নিলেও বাংলাদেশকে কোনও সুবিধা দিচ্ছে না। উল্টো বন্ধু দেশ হওয়া স্বত্ত্বেও সম্প্রতি পাটের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে তারা। শুধু তাই নয়, এবার প্রতিরক্ষা চুক্তিও আদায় করে নিতে চায়। এসব কারণে বিরোধীমহল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুযোগ পেয়েছে।সরকারবিরোধী আন্দোলন ও অপপ্রচারের সুযোগ পেয়েছে।

বিবৃতিতে বলা হয়, এমতাবস্থায়  প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তি, গঙ্গা ব্যারেজ চুক্তিসহ দেশের স্বার্থের অনুকূলে অন্যান্য চুক্তি আশা করে দেশবাসী।তাই তিস্তা চুক্তি নিশ্চিত করেই ভারত সফর করা উচিত। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রতিরক্ষা চুক্তির মতো স্পর্শকাতর চুক্তি থেকে বিরত থাকা উচিত। এবারের সফরে তিস্তা চুক্তি হলে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ দেশবাসীকে নিয়ে প্রধানমন্ত্রীকে বিপুল সংবর্ধনা প্রদানের আয়োজন করবে।

বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, সাধারণ সম্পাদক  কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী,সিনিয়র সহসভাপতি মাওলানা মুজিবুর রহমান চিশতি, সহসভাপতি লায়ন মাওলানা আবু বকর সিদ্দীক,  মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মুহম্মদ শওকত আলী প্রমুখ।

/সিএ/ এপিএইচ/

আরও পড়ুন:

পরিবহন ধর্মঘটে একজন প্রভাবশালী মন্ত্রীর মদদ রয়েছে: মির্জা ফখরুল

পরিবহন ধর্মঘটের নায়ক নৌমন্ত্রী: গয়েশ্বর



সম্পর্কিত
সর্বশেষ খবর
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি
২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি
 ‘আমি আগের চেয়ে ভালো আছি’
 ‘আমি আগের চেয়ে ভালো আছি’
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?