X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সাগর-রুনি হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদন জমা দিতে ফের নতুন তারিখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৭, ২৩:৪৭আপডেট : ২১ মার্চ ২০১৭, ২৩:৫২

সাগর-রুনি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২ মে দিন ধার্য করেছেন আদালত। গত ফেব্রুয়ারিতে এক আদেশে ২১ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও আজ মঙ্গলবার তদন্ত অগ্রগতি প্রতিবেদন জমা দেন তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের এএসপি মহিউদ্দিন আহম্মেদ। ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তিনি এই অগ্রগতি প্রতিবেদন জমা দেন।

অগ্রগতি প্রতিবেদন বিষয়ে এএসপি মহিউদ্দিন আহম্মেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখনও পর্যন্ত যা কিছু সংগ্রহ করা সম্ভব হয়েছে এবং তদন্ত যে পর্যায়ে রয়েছে, সেসব তথ্য সম্বলিত একটি প্রতিবেদন আদালতকে দেওয়া হয়েছে ।’ পরবর্তী তারিখের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া সম্ভব হবে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘আরও অনেক কাজ বাকি। আমি যে বেশি দিন দায়িত্ব নিয়েছি, এমন না। তবে আদালতের নির্ধারিত তারিখে প্রতিবেদন দেওয়ার চেষ্টা সবারই থাকে।’

দাখিল করা অগ্রগতি প্রতিবেদনে ডিএনএ পরীক্ষার কথা উল্লেখ করে বলা হয়েছে, এই মামলায় গতানুগতিক তদন্ত পদ্ধতির বাইরে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি অত্যাধুনিক ল্যাবকে এ তদন্তে সম্পৃক্ত করা হয়েছে। ল্যাব দুটি থেকে পাওয়া ডিএনএ পরীক্ষার প্রতিবেদন বিস্তারিত পর্যালোচনা করে দেখা হচ্ছে বলেও উল্লেখ করেছেন তদন্তকারী কর্মকর্তা।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। সেসময় মাছরাঙা টিভিতে সাগর সরওয়ার, আর এটিএন বাংলায় মেহেরুন রুনি কর্মরত ছিলেন। গত পাঁচ বছরে ৪৭ বার সময় নিয়েও আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি র‌্যাব। সাগর সরওয়ারের মা সালেহা মনির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বারবারই তদন্ত কর্মকর্তা বদল হন এবং পুনরায় প্রথম থেকে তদন্ত শুরু হয় যেন। এই মামলার শেষ বোধহয় দেখতে পাবো না।’
মামলায় রুনির কথিত বন্ধু তানভীর রহমান ছাড়া অন্যান্য আসামিরা হলেন, বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারোগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।

/ইউআই  /এপিএইচ/

আরও পড়ুন:মিরপুরে সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের স্কোয়াশকে ঘিরে অলিম্পিক স্বপ্ন, তবে…
বাংলাদেশের স্কোয়াশকে ঘিরে অলিম্পিক স্বপ্ন, তবে…
বিদ্যুৎ উৎপাদনে বিকল্প ও সহজ উৎস খুঁজতে হবে: নসরুল হামিদ
বিদ্যুৎ উৎপাদনে বিকল্প ও সহজ উৎস খুঁজতে হবে: নসরুল হামিদ
এআইইউবিতে এনভায়রনমেন্টাল পিউরিফিকেশন সিস্টেম সেমিনার
এআইইউবিতে এনভায়রনমেন্টাল পিউরিফিকেশন সিস্টেম সেমিনার
দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে সুলিভানের বৈঠক
দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে সুলিভানের বৈঠক
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক