X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

রোগীর সংখ্যা বেড়েছে বিএসএমএমইউ’র অর্থোপেডিক সার্জারি বিভাগে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৭, ২১:৫০আপডেট : ২৭ মার্চ ২০১৭, ২১:৫০

বিএসএমএমইউ’র শহীদ ডা. মিলন হলে হ্যান্ড অ্যান্ড রিকনস্ট্রাক্টিভ সার্জারি উইংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অর্থোপেডিক সার্জারি বিভাগে গত পাঁচ বছরে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২৬ শতাংশ। অস্ত্রোপচারের সংখ্যা বেড়েছে ১৯ শতাংশ। অস্ত্রোপচারের দিক থেকে হ্যান্ড অ্যান্ড রিকনস্ট্রাক্টিভ সার্জারি উইংয়ে রোগীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি অর্থাৎ ৩৬ শতাংশ (৩৪৬ জন)। এরপরই বেশি স্পাইন ও আর্থোসকপির রোগী। ২০১৬ সালে অর্থোপেডিক সার্জারি বহির্বিভাগে ১ লাখ ২ হাজার ৪০০ রোগী সেবা নিয়েছেন। অস্ত্রোপচার হয়েছে মোট ৮৭৬ জন রোগীর।

সোমবার (২৭ মার্চ) বিএসএমএমইউ’র শহীদ ডা. মিলন হলে হ্যান্ড অ্যান্ড রিকনস্ট্রাক্টিভ সার্জারি উইংয়ের উদ্বোধনীতে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে অর্থোপেডিক সার্জারি বিভাগে রোগীদের চিকিৎসাসেবার সুযোগ-সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জন্মগত বিকলাঙ্গ, জটিল টেনডন ও নার্ভ সার্জারি, ব্রাকিয়াল প্লেকজাস ও বিভিন্ন ধরনের রিকনস্ট্রাক্টিভ সার্জারির মাধ্যমে হাত বা পায়ের জখমের যুগোপযোগী চিকিৎসা নিশ্চিত করা হয়েছে বলেও অনুষ্ঠানে জানানো হয়।

অন্য বক্তারা জানান, বিএসএমএমইউতে এখন হ্যান্ড সার্জারির সব ধরনের অস্ত্রোপচার হচ্ছে। বিশেষভাবে এখানে ব্রাকিয়াল প্লেকজাস ইনজুরি ও জটিল রিকনস্ট্রাক্টিভ সার্জারির মাধ্যমে আরও বেশিসংখ্যক রোগী সেবা পাবেন।

অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নকুল কুমার দত্ত, ব্রাকিয়াল প্লেকজাস ও পেরিফেরাল নার্ভ ইনজুরি ও হ্যান্ড টিউমারের বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। গত পাঁচ বছরের অর্থোপেডিক সার্জারি বিভাগের সার্বিক কার্যাবলীসহ হ্যান্ড সার্জারি ইউনিটের সার্বিক কার্যপরিধি উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. কৃষ্ণ প্রিয় দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, হ্যান্ড সার্জন অধ্যাপক ডা. আর আর কোয়েরি।

/জেএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট