X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

দুই শিক্ষার্থী ধর্ষণ মামলা: তদন্তকারীদের কাছে গুরুত্ব বাড়ছে নাঈমের

এস এম নূরুজ্জামান
১৬ মে ২০১৭, ২২:৫৯আপডেট : ১৬ মে ২০১৭, ২২:৫৯





ধর্ষণ মামলার পলাতক আসামি নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিম

বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার অন্যতম আসামি নাঈম আশরাফের গুরুত্ব বাড়ছে তদন্ত কর্মকর্তাদের কাছে। তার ছদ্মনাম, অভিনব প্রতারণা ও ভিআইপিদের সঙ্গে ছবিসহ অনেক তথ্য এখন গোয়েন্দাদের হাতে। 

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বনানী ধর্ষণ মামলার আলোচিত ও গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে পলাতক আসামি নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিম। ছদ্মনাম-পরিচয়, ভিআইপিদের সঙ্গে তার সেলফি ও অভিনব প্রতারণার কারণে সে বেশ আলোচিত। নাঈম আশরাফের ঘনিষ্ঠজনদের লম্বা তালিকায় অনেক ভিআইপির নামও রয়েছে। পুলিশের একজন কর্মকর্তা নাম পরিচয় প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, নাঈম আশরাফকে গ্রেফতারে বিলম্বের নেপথ্যে প্রভাবশালী ব্যক্তিদের প্রভাব কাজ করছে।
এসব কারণে নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিম পুলিশের কাছে এখন বেশ গুরুত্বপূর্ণ চরিত্র। ইতোমধ্যে তার অবস্থান শনাক্তের পাশাপাশি সব তথ্য সংগ্রহ করেছেন তদন্তকারী কর্মকর্তারা। আর সেসব তথ্যের ভিত্তিতে নাঈম আশরাফ ওরফে হালিমকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এছাড়া তার সম্পর্কে পাওয়া সব তথ্য ও নথিপত্র যাচাই-বাছাইয়ে মাঠে কাজ করছেন গোয়েন্দাদের একাধিক দল।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সবকিছু এখন আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে।পাঁচ আসামির মধ্যে চার জনই গ্রেফতার হওয়ায় মামলার তদন্তে তেমন কোনও জটিলতা নেই। সাদমান সাকিফের পাঁচ দিনের রিমান্ড শেষে  বুধবার (১৭ মে) তাকে আদালতে হাজির করা হবে। আগামী বৃহস্পতিবার সাফাতকেও আদালতে হাজির করা হবে। তবে তারা যদি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়, তাহলে দুজনকেই আদালতে হাজির করা হবে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলে ফের তাদের রিমান্ডের আবেদন জানানো হবে।

তদন্ত কর্মকর্তারা আশা করছেন, আসামিরা আদালতের কাছে সত্য কথা বলবে। তবে এজাহারের ফাঁক-ফোকর বের করে সুযোগ নেওয়ার চেষ্টা করছে আসামিরা।
আসামিদের নির্দোষ প্রমাণের জন্য রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে তাদের সঙ্গে ওই দুই শিক্ষার্থীর যাতায়াত এবং বসবাসস্থলের নানান তথ্য সংগ্রহে সহযোগীদের মাঠে নামানো হয়েছে। ধর্ষণের শিকার দুই শিক্ষার্থীর সব তথ্য গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে। তারপরও  রাজধানীর বিভিন্ন  আড্ডাস্থল ও  ঢাকার বাইরে কোথাও গিয়ে থাকলে সেসব তথ্য, স্থির চিত্র কিংবা ভিডিও চিত্রের নেতিবাচক উপস্থাপনের ভিন্ন কৌশল নিয়ে রেখেছে আসামিপক্ষ। দুই শিক্ষার্থীর সঙ্গে আসামিদের ছবি ব্ল্যাকমেইলের কারণে কিনা সেটাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
মঙ্গলবার রিমান্ডের চতুর্থ দিনেও সাফাত ও সাদমানকে কয়েকদফা জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেওয়া সব তথ্য সোমবার গ্রেফতার হওয়া সাফাতের ড্রাইভার বিল্লাল ও দেহরক্ষী রহমত আলী ওরফে আজাদকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিশ্চিত হয়েছেন তদন্ত কর্মকর্তারা।
এসব বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান বলেন, ‘পলাতক আসামি নাঈম আশরাফকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত আছে। এছাড়া মামলার তদন্তের জন্য যেসব তথ্য-উপাত্ত দরকার সবকিছু সংগ্রহ করছেন তদন্ত কর্মকর্তারা।’
/জেইউ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৫ লাখ টাকায় এসেছিল আর্জেন্টিনা, এবার আনা হলো না যে কারণে
৫৫ লাখ টাকায় এসেছিল আর্জেন্টিনা, এবার আনা হলো না যে কারণে
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
রাজধানীতে রিজভীর লিফলেট প্রচারণা
রাজধানীতে রিজভীর লিফলেট প্রচারণা
লোকসভা নির্বাচন: বিপুল ভোটে জিততে যে পরিকল্পনা মোদি ও বিজেপির
লোকসভা নির্বাচন: বিপুল ভোটে জিততে যে পরিকল্পনা মোদি ও বিজেপির
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র