X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সওজের ২০০ কোটি টাকার সম্পত্তি দখলমুক্ত করলো ভ্রাম্যমাণ আদালত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৭, ১৯:১৮আপডেট : ২৩ মে ২০১৭, ১৯:১৮

রাজধানীর ৩০৮, পূর্ব নাখালপাড়ায় সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) প্রায় ২ একর জায়গা অবৈধভাবে দখল করে রেখেছিল স্থানীয় ভূমিদস্যুরা। মঙ্গলবার সারাদিন এক উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে প্রায় ২০০ কোটি টাকার এ সম্পত্তি দখলমুক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান সওজ ও ভ্রাম্যমাণ আদালত বলছে, জায়গাটি উচ্ছেদ করতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে। দখলদাররা প্রায় সময়ই হুমকি-ধামকি দিয়ে আসছিল তাদের। এছাড়া জায়গাটি প্রায় ২০ বছর আগে থেকেই বেদখল হয়ে বাসা-বাড়ি, কারখানা ও দোকানও গড়ে উঠেছিল।

সওজের উপ বিভাগীয় প্রকৌশলী সিনথিয়া আজমেরী খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত প্রায় একমাস আগেই দখলদারদের জায়গাটি ছেড়ে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিলো। দখলদাররা এমন পরিস্থিতি তৈরি করে রেখেছিল যে, কেউ নোটিশ দিতে এলেই তাকে মেরে ফেলা হবে। ফলে এখানে কেউ আসতেই ভয় পাচ্ছিল। তবুও গত একমাস ধরে তাদের বলা হচ্ছিল জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য। গতকালও মাইকিং করে জানানো হয়েছিল।’

ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান নাখালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির মিয়া এবং তৌহিদ এলাহী। নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রায় ২০০ কোটি টাকা মুল্যের প্রায় দুই একর সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে। উচ্ছেদ অভিযানে পুলিশ থাকায় ফলে দখলদাররা সামনে আসতে সাহস করেনি। উচ্ছেদ শেষে উদ্ধারকৃত জায়গা সড়ক ও জনপথকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

অভিযানে উপস্থিত ছিলেন সওজের সম্পত্তি কর্মকর্তা মাহবুবুর রহমান ফারুকী, নির্বাহী প্রকৌশলী মেহেদি ইকবাল, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ইন্সপেক্টর মো. কামাল উদ্দিন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩০জন সদস্য।

/আরএআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
রাজশাহীতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব, পদক পাচ্ছেন ৬ জন
রাজশাহীতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব, পদক পাচ্ছেন ৬ জন
এই সরকার ভোটে নির্বাচিত নয়, সেজন্য জনগণকে তারা ভয় পায়: ড. মঈন খান
এই সরকার ভোটে নির্বাচিত নয়, সেজন্য জনগণকে তারা ভয় পায়: ড. মঈন খান
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে