X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

জর্ডানে পাচার হওয়া নারীরাও ধর্ষণের শিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৭, ২০:৩৮আপডেট : ২৫ মে ২০১৭, ২১:১৭

গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার পাচারকারী চক্রের তিন সদস্য ভাগ্য বদল করতে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে গিয়েও ধর্ষণের শিকার হচ্ছেন বাংলাদেশি নারীরা। শুধু তাই নয়,ধর্ষণের শিকার নারীদের জিম্মি করে দেশে থাকা তাদের অভাবী পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করে আসছেন পাচারকারী চক্রের সদস্যরা।
এমন একটি পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার তিন ব্যক্তি হলেন— রতন সরকার, সোহেল আহমেদ ও নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (২৫ মে) বিকাল ৪টায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন।
তিনি বলেন, ‘সম্প্রতি কিছু ট্রাভেল এজেন্সির মাধ্যমে নরসিংদীর মনোহরদী থানা এলাকার একজন নারীকে জর্ডানের একটি বাড়িতে কাজ দেওয়ার কথা বলে নিয়ে আটকে রাখা হয়। এরপর ওই বাড়ির মালিকের তিন ছেলে তার ওপরে নির্যাতন ও নিপীড়ন চালান।’
তিনি জানান, পরে ওই নারীকে হত্যার হুমকি দিয়ে দেশে থাকা তার পরিবারের সদস্যদের কাছে দুই লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এই তথ্য পাওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম প্রযুক্তির সহায়তায় এই চক্রটিকে শনাক্ত করে।
সংবাদ সম্মেলনে বলা হয়, কৌশলে ওই নারীকে জর্ডান থেকে দেশে ফেরত আনা হয়। তার কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়ে ২৫ মে মতিঝিল থানার ইনার সার্কুলার রোডের ১৮৮/১ নম্বর বাড়ি থেকে দুই লাখ আশি হাজার টাকা মুক্তিপণ নেওয়া রতন সরকার, সোহেল আহমেদ ও নজরুল ইসলাম নামে তিন জনকে গ্রেফতার করা হয়।
যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, ‘মেয়েটিকে পাচারের আগে লাভলি ও রতন নামে দুই ব্যক্তি বিদেশে বেশি টাকার কাজের প্রলোভন দেখিয়ে পাচারকারীচক্রের হাতে তুলে দেন। এর মধ্যে রতন গ্রেফতার হয়েছেন, লাভলিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এর বাইরেও আন্তর্জাতিক মানবপাচারকারী এই দলে আরও অনেক সদস্য আছেন। এই চক্রের সদস্যরা এর আগেও একই কৌশলে আরও অন্তত তিনটি ঘটনা ঘটিয়েছে। ’

আরও পড়ুন-

রেইনট্রিতে একজনের বুকিংয়ে আরেকজন থাকে কিভাবে: তদন্ত কমিটি

চিকিৎসক-সমাজের সঙ্গে বেঈমানি করেছে সেন্ট্রাল হাসপাতাল: বিএমএ’র মহাসচিব

/এসএমএন/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের