X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আফসান চৌধুরীকে গ্রেফতার চেয়ে লিগ্যাল নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৭, ১৬:০০আপডেট : ০৫ জুন ২০১৭, ১৬:০৬

আফসান চৌধুরী (ছবি- ইন্টারনেট থেকে সংগৃহীত)

ফেসবুকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে মন্তব্য করায় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ও সাংবাদিক আফসান চৌধুরীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার চেয়ে স্বরাষ্ট্রসচিব ও পুলিশ প্রধানকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন।

স্বরাষ্ট্রসচিব, আইজিপি, পুলিশ কমিশনার, বিটিআরসির চেয়ারম্যান, গুলশান জোনের ডিসি, সাইবার ক্রাইম ইউনিট, গুলশান থানার ওসি ও শাহবাগ থানার ওসিকে বিবাদী করা হয়েছে।  

আইনি নোটিশে আরও  বলা হয়,এই নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে কেন তাকে তথ্য প্রযুক্তি আইনের সংশ্লিষ্ট ধারায় গ্রেফতার করা হবে না এবং গুলশান থানায় দায়ের করা সাধারণ ডায়েরির অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। যথা সময়ে এ নোটিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ না করা হলে, হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও ওই আইনজীবী তার নোটিশে উল্লেখ করেছেন।

আফসান চৌধুরীর ফেসবুকের মন্তব্যটিও তুলে দেওয়া হয় নোটিশে। এতে বলা হয়, দেশের প্রধান বিচারপতি  ও বিচারাধীন বিষয়সহ দেশের বিভিন্ন আলোচিত ঘটনা নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক আফসান চৌধুরী এ ধরনের মিথ্যাচার ও বানোয়াট বিষয় পোস্ট করে দেশের বিশিষ্ট ব্যক্তিদের মানহানি ঘটিয়ে তথ্য প্রযুক্তি আইনের অপরাধ সংঘটন করেছেন। বিচারাধীন ষোড়শ সংশোধনীর মামলা নিয়ে তার এই কটূক্তিমূলক মন্তব্যের মাধ্যমে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

এভাবে আফসান চৌধুরী শিষ্ঠাচার বহির্ভূতভাবে প্রধান বিচারপতির নাম উল্লেখ করে ষোড়শ সংশোধনী, হেফাজতে ইসলাম বিষয়ে বিভ্রান্তিমূলক আদালত অবমাননাকর, মানহানিকর পোস্ট ফেসবুকে  প্রচার করেন। প্রধান বিচারপতিকে নিয়ে এ ধরনের কটূক্তি ও  অপপ্রচার দেশ ও জাতির জন্য লজ্জাকর বলেও উল্লেখ করা হয়েছে।

/এমটি/ইউআই / এপিএইচ/

আরও পড়ুন: 

আবেগপ্রবণ হয়ে ঐশীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: হাইকোর্ট

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
তীব্র তাপদাহে মেয়েদের স্বস্তির সংবাদ দিলেন সালাউদ্দিন
তীব্র তাপদাহে মেয়েদের স্বস্তির সংবাদ দিলেন সালাউদ্দিন
বেসিস নির্বাচন: দেশের সফটওয়্যার খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে চান ইকবাল আহমেদ
বেসিস নির্বাচন: দেশের সফটওয়্যার খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে চান ইকবাল আহমেদ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই