X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

তারিক সালমনের বিষয়টি খতিয়ে দেখতে মন্ত্রিপরিষদের তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৭, ১৩:৪০আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৩:৪৩

তারিক সালমান

বরগুনার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী তারিক সালমনের  বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ। এ কমিটি কোথাও কোনও আইনের ব্যত্যয় হয়েছে কিনা, তা খতিয়ে দেখবে। শনিবার (২২ জুলাই) এ কমিটি গঠন করা হয়। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

শফিউল আলম বলেন, ‘কমিটির প্রধান হবে মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব। অন্য সদস্যরা হলেন- জন প্রশাসন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, সুরক্ষা ও সেবা বিভাগের একজন যুগ্ম সচিব, আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন যুগ্ম সচিব। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

এ ঘটনায় মাঠ প্রশাসনের কোনও গাফিলতি আছে কিনা,সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, ‘তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এটি বলা যাবে।’

বিভাগীয় কমিশনার ওই ইউএনও’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে সুপারিশ করেছিলেন, সেটার এখন কী অবস্থা?  এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এগুলো নথিজাত (নথিভুক্ত) করা হয়েছে।’

তদন্ত শেষে প্রতিবেদন প্রকাশ করা হবে কিনা প্রশ্নে  তিনি বলেন, ‘আগে প্রতিবেদন হাতে পাই, পরেরটা পরে বলা যাবে।’

উল্লেখ্য, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে ব্যবহৃত পঞ্চম শ্রেণির এক শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগ উঠে বরগুনার ইউএনও গাজী তারিক সালমনের বিরুদ্ধে। এ ঘটনায় গত ৭ জুন তার বিরুদ্ধে  বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা দায়ের করেন বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু। ওইদিন মামলা আমলে নিয়ে আদালতের বিচারক ২৭ জুলাইয়ের মধ্যে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারির আদেশ দেন।

গত ১৯ জুলাই গাজী তারিক সালমন আদালতে হাজির  হলে প্রথমে তার জামিন নামঞ্জুর করে গারদে পাঠান বিচারক।পরে তাকে জামিন দেন আদালত।

এদিকে, শিশুর আঁকা জাতির জনকের ছবি ব্যবহার করে কার্ড ছাপানোর কারণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজেহাল হওয়ায় ভীষণ ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশে অ্যাডভোকেট ওবায়েদ উল্লাহ সাজুকে আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার ধর্মষিয়ক সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। এরপর গত রবিবার তিনি মামলাটি প্রত্যাহার করে নেন।

/এসআই/এসএনএইচ/ এপিএইচ/

আরও পড়ুন: 

যে প্রশ্নের উত্তর পায়নি ঈশান

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ