X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

২৫ দিনেও খোঁজ মেলেনি ম্যাপল লিফ শিক্ষিকার, মিলছে না সূত্র

আমানুর রহমান রনি
২৭ জুলাই ২০১৭, ০২:৪১আপডেট : ২৭ জুলাই ২০১৭, ০২:৫৮

নিখোঁজ শিক্ষিকা ফেরদৌসি রাজধানীর ধানমন্ডির ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের গণিত বিষয়ের শিক্ষিকা ফেরদৌসি একরাম ফৌসিয়া নিখোঁজের ২৫ দিন পেরিয়ে গেলেও তার কোনও সন্ধান মেলেনি। তার অন্তর্ধানের রহস্য উদঘাটনে কোনও সূত্রও খুঁজে পাচ্ছেন না আইনশৃঙ্খলা বাহিনী ও তার পরিবারের সদস্যরা। এদিকে গ্রিন রোড এলাকার বিভিন্ন ভবনের সিসি ক্যামেরার ফুটেজ চেক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তার কোনোটিতেই ফৈরদৌসির বাসা থেকে বের হয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েনি।
গত ২ জুলাই সন্ধ্যায় রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে বেরিয়ে ফেরদৌসি আর ফিরে আসেননি। পরদিন ৩ জুলাই এ ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা এ কে এম ইকরাম উল্লাহ। কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) বাবলুর রহমান এই জিডির তদন্ত করছেন। পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), র্যা ব ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটও শিক্ষিকা নিখোঁজের বিষয়টি তদন্ত করছে। তবে ঘটনার ২৫ দিনেও কেউ খোঁজ দিতে পারেনি তার।
ফেরদৌসির বড় ভাই এ কে এম এহসান উল্লাহ মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও ঘটনা ছাড়াই ফেরদৌসি বাসা থেকে বের হয়ে যায়। সে কেন বাসা থেকে বের হয়ে গেল, আমরা কিছুতেই বুঝে উঠতে পারছি না। আমরা অনেক কিছুই ভাবছি। তবে তার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি তাকে খুঁজে বের করার জন্য। এই ঘটনার পর আমাদের পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন।’
এহসান উল্লাহ বলেন, ‘সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লাতে খোঁজা হচ্ছে ফেরদৌসিকে। সিলেটে আমাদের কিছু আত্মীয় রয়েছেন, সেখানেও হয়তো সে যেতে পারে। কিছু তথ্য পাওয়ার আশা করছি। দেখা যাক কী হয়।’ তিনি বলেন, ‘বাসা থেকে বের হয়ে যাওয়ার মতো কোনও ঘটনা আদৌ ঘটেনি।’
পুলিশ জানিয়েছে, শিক্ষিকা ফেরদৌসি তার ব্যবহৃত মোবাইল ফোনটি বাসায় রেখে গেছেন। এরপর থেকে তার সম্পর্কে নতুন কোনও তথ্যই পাওয়া যায়নি। এরই মধ্যে ফেরদৌসির কললিস্ট ওঠানো হয়েছে। তা যাচাই-বাছাই করা হচ্ছে। ওই শিক্ষিকা তার এক ছাত্রের সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হয়েছিলেন বলে জানা গেছে। তিনি স্বেচ্ছায় বাসা থেকে বেরিয়ে গেছেন, নাকি তাকে অপহরণ করা হয়েছে— সেটাও জানার চেষ্টা করছে পুলিশ।
নিখোঁজ শিক্ষিকার পরিবার ও স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফেরদৌসিদের আদি নিবাস নোয়াখালি। তার দাদা সেখান থেকে ঢাকায় এসে কলাবাগান এলাকায় বাড়ি করেন। তার বাবা মো. একরাম ঢাকাতেই বড় হন। তিনিও ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের একজন খণ্ডকালীন শিক্ষক। রাজধানীর আরও একটি স্কুলে তিনি খণ্ডকালীন শিক্ষকতা করেন। তার চার মেয়ে, এক ছেলের মধ্যে ফেরদৌসি ম্যাপল লিফের নিয়মিত শিক্ষক। ফেরদৌসির আরও এক বোন সেখানকার খণ্ডকালীন শিক্ষক। তাদের কলাবাগানের বাড়ির জমিটি একটি ডেভলপার কোম্পানিকে দেওয়া হয়েছে। পরিবারটি গ্রিন রোডের বাসায় ভাড়া থাকে।
ধানমন্ডির ১৪/এ, ১১/এ ও ৭/এ নম্বর রোডে রয়েছে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের তিনটি শাখা। ফেরদৌসি ছিলেন ৭/এ শাখার গণিতের শিক্ষক। এই শাখার সুপারভাইজার আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত জানুয়ারিতে স্কুলে যোগ দেন ফেরদৌসি। তিনি অনেক শান্ত স্বভাবের, মিশুক। গত ছয় মাসে তিনি মাত্র চার দিন ছুটি কাটিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘ঈদের পর ৩ জুলাই স্কুল খুললে ওইদিন ফেরদৌসি স্কুলে আসেননি। পরদিন তার মোবাইল নম্বরে ফোন দিলে তার বোন জানান, ফেরদৌসি অসুস্থ, স্কুলে যোগ দিতে দুয়েকদিন সময় লাগবে। টেকনিক্যালি বিষয়টি ম্যানেজ করার অনুরোধ করেন তিনি। পরে ৬ জুলাই আবার তার বাড়িতে যোগাযোগ করলে নিখোঁজের খবরটি জানতে পারি। এরপর বিষয়টি আমরা প্রধান কার্যালয়ে জানাই।’
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিখোঁজ শিক্ষিকার কোনও খবর এখনও পাওয়া যায়নি। তিনি বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যে তিনি কিভাবে গেলেন, কোথায় গেলেন— এসব বিষয় আমরা তদন্ত করে দেখছি।’

আরও পড়ুন-

শিক্ষিকা নিখোঁজ: প্রশ্ন অনেক, মিলছে না উত্তর

ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা দুই সপ্তাহ ধরে নিখোঁজ

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে বেকারের সংখ্যা কত?
দেশে বেকারের সংখ্যা কত?
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টির মধ্যে নামলেন নদে, বজ্রাঘাতে মৃত্যু
বৃষ্টির মধ্যে নামলেন নদে, বজ্রাঘাতে মৃত্যু
আসছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও জাপান
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিআসছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও জাপান
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ