X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা দুই সপ্তাহ ধরে নিখোঁজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৭, ০০:০৯আপডেট : ১৭ জুলাই ২০১৭, ০৪:২৫

ফেরদৌসি একরাম ফৌসিয়া রাজধানীর ধানমন্ডির ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের গণিত বিষয়ের শিক্ষিকা ফেরদৌসি একরাম ফৌসিয়া দুই সপ্তাহ ধরে নিখোঁজ। গত ২ জুলাই সন্ধ্যায় গ্রিন রোডের বাসা থেকে বেরিয়ে তিনি আর ফিরে আসেননি। এ ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রিন রোডের একটি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে থাকতেন ফেরদৌসি। গত ২ জুলাই সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হন। যাওয়ার আগে বাসায় বলে যান, নিজের এক ছাত্রের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি। তবে সঙ্গে নেননি নিজের মোবাইল ফোন। তারপর থেকেই তার কোনও হদিস পাওয়া যাচ্ছে না।

ওসি এনামুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইংলিশ মিডিয়াম স্কুলের ওই শিক্ষিকা এক ছাত্রের সঙ্গে দেখা করতে বাসা থেকে বেরিয়েছিলেন। এরপর আর ফেরেননি। তিনি স্বেচ্ছায় বাসা থেকে বেরিয়ে গেছেন, নাকি তাকে অপহরণ করা হয়েছে তা জানার চেষ্টা করছি আমরা।’

পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশের আরেকজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিবারের সদস্যরা জানিয়েছেন, ফেরদৌসি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। বাইরে বের হলে বোরকা পরেন। এ কারণে তিনি কোনও জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছেন কিনা তা নিয়ে সন্দেহ করা হচ্ছে।’

ফেরদৌসির বাবাও ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত। চার বোন ও এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় ফেরদৌসি বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে অনার্স এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন।

/এনএল/এএম/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ