X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ফিরে এসে সবাইকে দেখতে চান সিদ্দিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৭, ১০:০১আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১০:০১

সিদ্দিকুরের বিছানার পাশে বসা তার মা পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই চোখে আঘাতপ্রাপ্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান আজ ‍বৃহস্পতিবার (২৭ জুলাই) উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন। বৃহস্পতিবার দুপুর ১টার ফ্লাইটে চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে যাবেন তিনি। সেখান থেকে ফিরে এসে সবাইকে দেখতে চান সিদ্দিকুর রহমান। এ জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

সিদ্দিক বাংলা ট্রিবিউনকে ফোনে বলেন, ‘এতদিন পরিবারে প্রতি দায়িত্ব ছিল এখন গণমাধ্যমসহ সবার প্রতি দায়িত্ব বেড়ে গেল। আমি ফিরে এসে আপনাদের সবাইকে দেখতে চাই। আপনারা আমার পাশে যেভাবে ছিলেন সারাজীবন যেন সেভাবে আপনাদেরকে আমার পাশে পাই।’

সিদ্দিকের সঙ্গে চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে যাচ্ছেন তার ভাই নায়েব আলী। তিনি বলেন, ‘সকালে হাসপাতালের পরিচালকসহ সব স্যাররা এসেছিলেন। আমাদেরকে বলেছে সকাল ১০টার মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করতে। আমরা ১টার ফ্লাইটে চেন্নাই যাবো। আমরা তৈরি হচ্ছি। আপনারা দোয়া করবেন।’

এসময়ে সিদ্দিকের মা কোথায় থাকবেন জানতে চাইলে সিদ্দিকের বন্ধু ফরিদউদ্দিন বলেন, ‘তিতুমীর কলেজ ক্যাম্পাসের পাশে আমাদের এক বন্ধুর পরিবার থাকে। সেখানেই তাকে রাখার ব্যবস্থা করেছি যাতে আমরা সবসময় তার খোঁজখবর নিতে পারি।

উল্লেখ্য, পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে গত ২০ জুলাই সকাল ১০টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। পুলিশ তাদের ওই জায়গা ছেড়ে যেতে বললে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফুট ওভারব্রিজের পাশের অংশে অবস্থান নেন তারা। তখন তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জসহ কাঁদানে গ্যাস ছোড়ে। এ ঘটনায় গুরুতর আহত হন তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান। এরপর থেকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে পাঠানো ব্যবস্থা করা হয়। শুক্রবার (২৮ জুলাই) সকালে সেখানে তার চোখের অপারেশন করা হবে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সিদ্দিকুরকে দেখতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

/জেএ/এআর/এসএনএইচয

সম্পর্কিত
সর্বশেষ খবর
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে