X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

শাহবাগে ছাত্র-পুলিশ সংঘর্ষ: আরও পাঁচ দিন সময় নিয়েছে পুলিশের তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৭, ১৭:২২আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৭:৩০

শাহবাগে ছাত্র-পুলিশ সংঘর্ষ

শাহবাগে ‘ছাত্র-পুলিশ সংঘর্ষে’র ঘটনায় গঠিত পুলিশের তদন্ত কমিটি আরও পাঁচ কর্মদিবস সময় বাড়িয়েছে। গত ২৩ জুলাই গঠিত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও যথাসময়ে তদন্ত শেষ করতে না পারায় আরও পাঁচ কর্মদিবস সময় নিয়েছেন তারা।

তদন্ত কমিটির প্রধান ডিএমপির যুগ্ম কমিশনার (অপস) মীর রেজাউল আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এটা অনেক বড় ঘটনা। সবগুলো বিষয় মাথায় নিয়ে তদন্ত করতে হচ্ছে। তাই একটু সময় প্রয়োজন। আমরা আরও পাঁচ কর্মদিবস সময় নিয়েছি।

গত ২০ জুলাই পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে শাহবাগে জাতীয়   জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। পুলিশ তাদের ওই জায়গা ছেড়ে যেতে বললে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফুট ওভারব্রিজের পাশের অংশে অবস্থান নেন। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছোঁড়ে। এসময় গুরুতর আহত হন সিদ্দিকুর রহমান (২৩) ও নাইমুল ইসলাম (২৫)। সিদ্দিকুর চোখে মারাত্মকভাবে আহত হন। তার চোখের আলো ফিরে পাওয়া নিয়ে সংশয় সৃষ্টি হয়। পরবর্তীতে সরকারের সহায়তায় সিদ্দিকুরকে উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে অভিযোগ উঠে, পুলিশ খুব কাছ থেকে উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে। যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে। এই অভিযোগের ভিত্তিতে গত ২৩ জুলাই বিকালে ডিএমপির যুগ্ম কমিশনার (অপস) মীর রেজাউল আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। অন্য দুই সদস্য হলেন—ভারপ্রাপ্ত ডিসি ডিবি (দক্ষিণ) মোহাম্মদ শহীদুল্লাহ ও এডিসি রমনা আশরাফুল আলম। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

সে অনুযায়ী, গত ২৬ জুলাই কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল। কিন্তু নির্ধারিত সময়ে প্রতিবেদন না দিতে পারায় আরও পাঁচ কর্মদিবস সময় বাড়ানো হয়েছে। নতুন করে সময় নেয়ার কারণে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পাবে কমিটি।

/আরজে/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজের দুই দিন পর মেঘনায় মিললো যুবকের মরদেহ
নিখোঁজের দুই দিন পর মেঘনায় মিললো যুবকের মরদেহ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
৩৫ হাজার রিকশাচালককে ছাতা দেবে ডিএনসিসি
৩৫ হাজার রিকশাচালককে ছাতা দেবে ডিএনসিসি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে