X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চালক-হেলপার নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৭, ০৫:২৮আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ০৬:০৩

সড়ক দুর্ঘটনা রাজধানীর শ্যামপুর ও ক্যান্টনমেন্ট থানা এলাকার সড়কে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় একটি মিনিবাসের চালক ও একটি ট্রাকের হেলপার নিহত হয়েছেন। বিকাল সাড়ে ৫টা ও রাত সাড়ে ৯টার দিকে এই দুই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামপুরে বাহাদুরশাহ্ পরিবহনের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে যায়। এই দুর্ঘটনায় ওইমিনিবাসের চালক আব্দুল মমিন (৩২) নিহত হন।
শ্যামপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জসিম উদ্দিন জানান, বাহাদুরশাহ্ মিনিবাস জুরাইন থেকে দয়াগঞ্জ যাওয়ার পথে মুন্সীবাড়ী গলির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে তুলে দেন। এতে চালক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সন্ধ্যা ৬ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এএসআই জসিম উদ্দিন আরও জানান, নিহত আব্দুল মমিনের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে তার পুরো পরিচয় পাওয়া যাবে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় হোটেল র্যা ডিসন ব্লু’র সামনের সড়কে বাসচাপায় এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। নিহতের নাম মো. চৌধুরী (৪৫)।
ট্রাক চালক আবুল হোসেন জানান, গাজীপুর থেকে ট্রাকযোগে মালামাল নিয়ে তারা ঢাকার বাংলাবাজারে আসছিলেন। রাত সাড়ে ৯টার দিকে হোটেল র্যা ডিসন ব্লু’র সামনে পৌঁছালে রাস্তায় ট্রাকটি যানজটে আটকা পড়ে। এসময় ট্রাকের হেলপার মো. চৌধুরী ট্রাক থেকে নেমে হেঁটে ডানপাশে যাওয়ার চেষ্টা করছিল। এমন সময় ট্রাফিক সিগন্যাল ছেড়ে দিলে গাজীপুরা-২৭ পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে চাপা দেয়। এতে চৌধুরী গুরুতর আহত হলে তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও পরে রাত পৌনে ১২টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহত মো. চৌধুরীর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন-

স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

রাজধানীতে বাসায় ডেকে নিয়ে মডেল ও উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ

/এআইবি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট