X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ডাকসু নির্বাচনের মাধ্যমে আগস্ট বিদ্রোহকে সার্থক করা সম্ভব: বিমানমন্ত্রী

ঢাবি প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৭, ১৩:৩১আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৩:৩১

রাশেদ খান মেনন ডাকসু নির্বাচনের মাধ্যমে আগস্ট বিদ্রোহকে সার্থক করা সম্ভব বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, 'আমি জাতীয় সংসদের শিক্ষা বিষয়ক কমিটির তদন্ত পরিচালনার দায়িত্ব পেয়েছিলাম। ছাত্র-শিক্ষকরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। সেনাবাহিনীর কোনও কর্তৃপক্ষ কখনও সংসদীয় কমিটির সামনে হাজির হয়নি। সেই কমিটির মুখ্য সুপারিশ ছিল ডাকসুসহ সব ছাত্র সংসদ নির্বাচন। সেটি আজও হয়নি।'

বুধবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আগস্ট বিদ্রোহ নিয়ে গঠিত তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছিল, তার বাস্তবায়ন কতটুকু হয়েছে? এমন প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন বলেন, 'তদন্ত কমিটির রিপোর্টের তেমন বাস্তবায়ন তো হয়নি। কয়েকজনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ও ওয়ারেন্ট প্রত্যাহার হয়েছে। এর বেশি কিছু হয়নি। ওই বিদ্রোহের মূল দাবি ছিল ডাকসু নির্বাচন, সেটি হয়নি। জানি না, ডাকসু নির্বাচন দিতে প্রশাসনের বাধা কোথায়।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. সামাদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুনর রশিদ, ঢাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এমএম আকাশ, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, ড. আনোয়ার হোসেন প্রমুখ।

২০০৭ সালের আগস্টে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের ওপর সংঘটিত নির্যাতনের ঘটনার বিচার দাবি করা হয় সমাবেশে। সমাবেশে বক্তারা বলেন, 'রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় সজাগ ছিল, ভবিষ্যতেও থাকবে। আদালতের সঙ্গে সরকারের কাঁদা ছোড়াছুড়ি চলছে। সবাইকে সংযত হওয়ার আহ্বান জানাই। যারা এ পরিস্থিতিকে ব্যবহার করে কোনও দিবাস্বপ্ন দেখছেন, তারা ভুল করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর আঘাত এলে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা সেটি সম্মিলিতভাবে রুখে দেবে।'

তারা বলেন, 'রাষ্ট্রের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানুষের পাশে দাঁড়াবেন। অগণতান্ত্রিক চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সংস্কৃতি ও মানকে যেভাবে অবণতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা এর প্রতিবাদ জানাই।'

 

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কোরির
নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কোরির
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা