X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ঈদের আগেই বাড়ি যাবে তোফা ও তহুরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৭, ১৮:৪২আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৯:০৬

হাসপাতালের বেডে মায়ের পাশে তোফা ও তহুরা কোমরের দিকে জোড়া লেগে জন্ম নিয়েছিল তোফা ও তহুরা। চলতি মাসে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে অপারেশনের মাধ্যমে ১০ মাস বয়সী শিশুদুটিকে আলাদা করা হয়। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থও হয়ে উঠেছে তারা। এখন প্রস্তুতি চলছে হাসপাতাল ছাড়ার। চিকিৎসকরা আশাবাদী,কোরবানির ঈদের আগেই বাড়ি যাবে তোফা ও তহুরা।

ঢামেক হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. সাহনুর ইসলাম বুধবার (২৩ আগস্ট) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তোফা ও তহুরা শঙ্কামুক্ত থাকলেও সেটি আমরা এখনই বলতে চাচ্ছি না। ওরা বাড়ি ফেরা না পর্যন্ত ওদের আমরা শঙ্কামুক্ত বলতে চাই না। তবে ওরা দুজনই এখন অনেক ভালো আছে, সুস্থ রয়েছে। ওদের আইসিইউ থেকে স্থানান্তর করে কেবিনেও দেওয়া হয়েছে। আশা করছি, আগামী সপ্তাহ নাগাদ ওদের ছুটি দিতে পারবো,বাড়ি ফিরবে মেয়ে দুটি।’ অধ্যাপক সাহনুর ইসলামের তত্ত্বাবধায়নেই রয়েছে তোফা ও তহুরা।

হাসপাতালের বেডে তোফা শিশুদুটির জন্ম হয়েছিল কোমরের কাছে পেছনের দিক থেকে সংযুক্ত হয়ে। তারা যেভাবে জোড়া লেগে জন্মগ্রহণ করেছিল চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে পাইগোপেগাস বলা হয়। পাইগোপেগাস শিশু পৃথক করার ঘটনা বাংলাদেশে এই প্রথম বলে জানান চিকিৎসকরা। প্রায় ৯ ঘন্টার অপারেশন শেষে তাদের আলাদা করা হয়।

গত ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের রাজু মিয়ার স্ত্রী সাহিদা বেগম নিজ বাড়িতে স্বাভাবিকভাবেই তোফা-তহুরার জন্ম দেন। কোমরের কাছে জোড়া ছাড়া শিশু দুটির সব অঙ্গপ্রত্যঙ্গই ছিল আলাদা। শুধু প্রস্রাব-পায়খানার রাস্তা ছিল একটি।

হাসপাতালের বেডে তহুরা গত বছরের ৮ অক্টোবর ঢামেকে অপারেশনের মাধ্যমে তাদের পায়ুপথ আলাদা করা হয়। পরে গত ১ আগস্ট দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার করে তাদের শরীর আলাদা করা হয়। ওইদিন সকাল ৮টায় শুরু হয় জটিল ও ঝুঁকিপূর্ণ এ অস্ত্রোপচার। বিকাল পাঁচটায় শিশু দুটিকে সফলভাবে আলাদা করেন চিকিৎসকরা। গত ১৬ আগস্ট তোফা ও তহুরার অস্ত্রোপচারের সেলাই কাটা হয়।

অধ্যাপক ডা. সাহনুর ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‌ওরা শারীরিকভাবে ভালো আছে, মায়ের বুকের দুধের পাশাপাশি অন্যান্য স্বাভাবিক খাবারও খাচ্ছে। যেসব জটিলতা ছিল, এখন সেগুলোর কিছুই নেই। তবুও ওদের আমরা পুরোপুরি শঙ্কামুক্ত বলছি না, একেবারে বাড়ি না যাওয়া পর্যন্ত।’ কবে নাগাদ তোফা ও তহুরা বাড়ি যেতে পারবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, আগামী সপ্তাহ নাগাদ ওদের ছুটি দিতে পারবো।’ 

 

 

 

 

জেএ/এএম
সম্পর্কিত
সর্বশেষ খবর
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
দুর্যোগে এক বছরে বাংলাদেশে ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তচ্যুত
বৈশ্বিক রিপোর্টের তথ্যদুর্যোগে এক বছরে বাংলাদেশে ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তচ্যুত
চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: ৩ জনের মৃত্যুদণ্ড
চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: ৩ জনের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?