X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সংসদকে কটাক্ষ করা মানে জনগণকে কটাক্ষ করা: গোলাম কুদ্দুছ

ঢাবি প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৭, ১৯:৫১আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৯:৫১

অবিলম্বে পাকিস্তানের সঙ্গে ‘তুলনা’ করে দেওয়া বক্তব্য প্রত্যাহার করার জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। তিনি বলেন, ‘সংসদকে কটাক্ষ করা মানে ষোল কোটি মানুষকে কটাক্ষ করা। যাদের বিরুদ্ধে আমরা ২৩ বছর লড়াই করেছি, যারা আমাদের নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, তাদের সঙ্গে আমাদের তুলনা দেওয়া হলে, আমরা তা মেনে নিতে পারি না।’

সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মসূচি প্রধান বিচারপতি কর্তৃক পাকিস্তানের বিচারব্যবস্থার সঙ্গে বাংলাদেশের বিচার ব্যবস্থার তুলনার প্রতিবাদে বুধবার (২৩ আগস্ট) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক কালো পতাকা মিছিল কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

গোলাম কুদ্দুছ বলেন, ‘রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের মতামত প্রতিফলিত হয় তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। আদালতের বিচারকরা জবাবদিহিতার ঊর্ধ্বে নন।’

কর্মসূচির বক্তব্যপর্বে সংস্কৃতিকর্মী নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, ‘সংসদ যদি রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে, তাহলে প্রধান বিচারপতিকে কেন পারবে না? এদেশের বিচারপতিরা বিভিন্ন সময়ে সামরিক অভ্যুত্থানকে বৈধতা দিয়েছে। পাকিস্তানের মতো একটি ব্যর্থ রাষ্ট্র আমরা চাই না, সেরকম বিচার বিভাগও আমরা চাই না।’

ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া রায় গভীর ষড়যন্ত্রের প্রকাশ বলে মন্তব্য করে তিনি বলেন, ‘এটি কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাকি বিচারপতিতন্ত্রী বাংলাদেশ?’

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক হাসান আরিফ, কবি সামাদ, কবি নুরুল হুদা, অভিনেত্রী রোকেয়া প্রাচীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কর্মসূচির শুরুতেই টিএসসির পায়রা চত্বরে জামায়াত-শিবির আদর্শ ও কর্মকাণ্ড নিয়ে একটি নাটক প্রদর্শন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা। পরে টিএসসি থেকে শহীদ মিনার অভিমুখে একটি কালো পতাকা মিছিল বের করা হয়। এসময় ‘বিচারপতি তোমার বিচার করবে কারা, আজ জেগেছে এই জনতা’ শীর্ষক স্লোগান দেন জোটের নেতাকর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাইল্যান্ডে সফর দুই দেশের ফলপ্রসূ অংশীদারত্বের নতুন যুগের সূচনা করেছে: প্রধানমন্ত্রী
থাইল্যান্ডে সফর দুই দেশের ফলপ্রসূ অংশীদারত্বের নতুন যুগের সূচনা করেছে: প্রধানমন্ত্রী
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি