X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

উন্নয়ন প্রকল্প শতভাগ বাস্তবায়নের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৭, ১৭:৩১আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৭:৩৯

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বার্ষিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত সভা শিক্ষা উন্নয়ন প্রকল্প শতভাগ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার (২৯ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বার্ষিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভায় সভাপতিত্ব করেন। সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কর্মসূচি পর্যালোচনা করা হয় এবং পরবর্তী কার্যক্রমের জন্য সুনির্দিষ্ট করা হয়।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, ‘বিগত অর্থবছরের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জাতীয় অগ্রগতির চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়ন বেশি হলেও আমরা সন্তুষ্ট থাকতে পারি না। আগামীবার শতভাগ বাস্তবায়ন করতে হবে। বরাদ্দ দেওয়া অর্থের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হবে— সেই প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘সারা বছরের কাজ ভাগ করে স্থির করা হয়েছে। সব কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে সম্পন্ন করতে হবে। কাজের মান আরও উন্নত করার জন্য বিশেষ ও নিয়মিত পরিদর্শন ও মনিটরিং করতে হবে। কোনও ধরনের দুর্নীতি, অপচয়, অপব্যবহার বরদাস্ত করা হবে না।’

বন্যায় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘বন্যার ফলে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। শেষ বন্যার ফলে তালিকা আরও দীর্ঘ হয়েছে। বিভিন্ন ধরনের কাজ- ছোট ও মাঝারি মেরামত, বড় মেরামত এবং নতুন নির্মাণ কাজ করতে হবে। এজন্য দ্রুতই অর্থ সংগ্রহ করে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।’ এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান ও ড. অরুনা বিশ্বাস এবং সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ২০১৭-১৮ অর্থবছরে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতরের আওতায় ১৪টি, শিক্ষা প্রকৌশল অধিদফতরের আওতায় ১২টি, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের একটি এবং বাংলাদেশ স্কাউটস এর একটি প্রকল্প বাস্তবায়িত হবে।

/এসএমএ/

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাঁটাই ও পলিশ বন্ধ হলে কম দামে চাল কিনতে পারবে মানুষ: খাদ্যমন্ত্রী
ছাঁটাই ও পলিশ বন্ধ হলে কম দামে চাল কিনতে পারবে মানুষ: খাদ্যমন্ত্রী
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
সর্বাধিক পঠিত
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে