X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সার্ভিস বইয়ে জন্মতারিখ পরিবর্তন, সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৭, ০০:০৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ০০:১০

দুদক দ্বিতীয় শ্রম আদালতের সাবেক রেজিস্ট্রার এ বি এম জয়নাল আবেদীনের জন্ম ১৯৪০ সালে। সেই অনুযায়ী তার ১৯৯৬ সালে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) যাওয়ার কথা ছিল। কিন্তু সার্ভিস বইয়ে পরিবর্তন করে তার জন্মসাল লেখা হয়েছে ১৯৪৪। এর মাধ্যমে তিনি ২০০০ সাল পর্যন্ত অতিরিক্ত চার বছর চাকরি করেন। জয়নাল আবেদীনের বিরুদ্ধে এ জালিয়াতির মাধ্যমে প্রতারণার অভিযোগ উঠলে অভিযোগের তদন্ত শেষে দুদকের উপ-সহকারী পরিচালক ওমর ফারুক অভিযুক্তের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছেন।
রবিবার (২৪ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আসামি এ বি এম জয়নাল আবেদীন তৎকালীন পাকিস্তান সচিবালয়, করাচির টেলিফোন ও টেলিগ্রাফ অফিসে মহাপরিচালকের দফতরে কর্মরত ছিলেন। তখন কোনও এক সময় সার্ভিস বইয়ে জন্ম তারিখের ঘরে জালিয়াতির মাধ্যমে প্রকৃত জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৪০-এর ‘০’ সংখ্যাটিকে ৪-এ পরিবর্তন করে লিখে নেন ১ জানুয়ারি ১৯৪৪।
অভিযোগ আসার পর ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক ২০০১ সালে ৮ এপ্রিল তারিখের স্মারক মূলে জানান, জয়নাল আবেদীন ১৯৬১ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে তৃতীয় বিভাগে উত্তীর্ণ হন। তার জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৪০। এমনকি তার সার্ভিস বইয়েও জন্মতারিখের ঘর লক্ষ্য করলে ১৯৪০ এর ‘০’ সংখ্যাটিকে ৪-এ রূপান্তরিত করার বিষয়টি স্পষ্ট বোঝা যায়।
ফলে প্রকৃত জন্মতারিখ অনুযায়ী জয়নাল আবেদীনের ৩১ ডিসেম্বর ১৯৯৬ সালে এলপিআরে যাওয়ার কথা থাকলেও সার্ভিস বইয়ে পরিবর্তনের মাধ্যমে বয়স চার বছর কমিয়ে নেওয়ায় ২০০০ সাল পর্যন্ত অন্যায়ভাবে চাকরি করেছেন তিনি। এই সময়ে তিনি বেতন-ভাতা বাবদ মোট পাঁচ লাখ ৫৫ হাজার ৩৬৫ টাকা অতিরিক্ত নিয়েছেন।
অভিযোগের প্রমাণ পাওয়ায় এ বি এম জয়নাল আবেদীনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন।

/আরজে/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ আহত
আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ আহত
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ