X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

দুদকের অভিযোগ থেকে ছাড় পেয়ে এমপিও পেলেন ২৫৬ শিক্ষক

এস এম আববাস
০৬ অক্টোবর ২০১৭, ০১:২৫আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ০১:৩০

শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ অবৈধসহ বিভিন্ন অভিযোগ থেকে ছাড় পেয়ে এমপিওভুক্ত হলেন মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজের ২৫৬ শিক্ষক। শিক্ষা মন্ত্রণালয় এসব শিক্ষকদের এমপিওভুক্ত করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালককে নির্দেশ দিয়েছে। মাউশি’র পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ শামছুল হুদা বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মাউশির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ২৭ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালককে দেশের ৩০টি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫৬ জন শিক্ষককে এমপিওভুক্তির নির্দেশ দেয়। গত ২৩ আগস্ট দুর্নীতি দমন কশিন (দুদক) শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে জানায়, ২৫৬ শিক্ষকের বিরুদ্ধে দুদকের কোনও মামলা নেই। দুদকের এই ছাড়ের পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ২৫৬ শিক্ষককে এমপিওভুক্ত করতে নির্দেশ দেয় মন্ত্রণালয়।

দীর্ঘদিন ধরে এমপি বন্ধ থাকা এসব শিক্ষকদের মধ্যে রাজশাহী জেলার বাঘা উপজেলার কালীদাস খালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকান্ত কুমার সাহাও রয়েছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার পর ২০১৩ সালের মে ও জুন মাসের বেতন উত্তোলন করি।  এরপর এমপিও থেকে আমার নাম বাদ পড়ে। খোঁজ নিয়ে জানতে পারি নিয়োগ অবৈধ বলে আমার নাম এমপিও থেকে বাদ যায়।  সহকর্মী সহকারী শিক্ষক মো. আমিরুল ইসলামের নামও বাদ পড়ে। পরে জানতে পারি নিয়োগ অবৈধসহ বিভিন্ন অভিযোগে ২৫৬ জন শিক্ষকের এমপিও বন্ধ হয়েছে। আমারা জানি না আমাদের বিরুদ্ধে অভিযোগ কিভাবে হলো। বৈধভাবেই নিয়োগ পেয়েছি। বেতনও উঠিয়েছি। দীর্ঘদিন বেতন ছাড়াই শিক্ষকতা করছি আমরা। অনেক কষ্টের পর পর ভালো সংবাদ পেয়েছি, এটাই বড় কথা।’
আরও পড়ুন:
দীর্ঘমেয়াদে রোহিঙ্গারা থাকলে যে সংকটের মুখোমুখি হবে দেশ
কোনও অনিয়ম হলেই ব্যবস্থা: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

 

/এসএমএ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
নিখিল কৃষ্ণ মজুমদারের সাক্ষাৎকার
নিখিল কৃষ্ণ মজুমদারের সাক্ষাৎকার
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা