X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘দুর্নীতি অনুসন্ধান বন্ধের চিঠি দেওয়ায় প্রধান বিচারপতির শপথ ভঙ্গ হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ১৮:৩৭আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৮:৩৯





অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আপিল বিভাগের সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর অনুসন্ধান বন্ধের নির্দেশনা দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা যে চিঠি পাঠিয়েছেন, তাতে তার শপথ ভঙ্গ হয়েছে বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তিনি বলেন, ‘প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অনুরাগের বশবর্তী হয়ে চিঠি দিয়েছেন। শপথ অনুযায়ী রাগ-অনুরাগের বশবর্তী হয়ে কাজ করলে, তাতে শপথ ভঙ্গ হয়ে যায়। তিনি অনুরাগের বশবর্তী হয়ে এ চিঠি দিয়েছেন। এতে তার শপথ ভঙ্গ হয়েছে।’

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন।

তিনি বলেন, ‘প্রধান বিচারপতির এই কাজে বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।’ কেউ আইনের ঊর্ধ্বে নয় বলেও উল্লেখ করেন তিনি।

একমাত্র রাষ্ট্রপতি ছাড়া যেকারও বিরুদ্ধে সাংবিধানিক পদে থাকার পরও প্রচলিত আইনে অনুসন্ধান করতে বাধা নেই বলে আইনজ্ঞরা বলেছেন, এ বিষয়ে আপনার মত কী জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এ বিষয়ে আইনমন্ত্রী বলেছেন। আমিও বলেছি। কিছু কিছু অপরাধ আছে যেগুলো তাৎক্ষণিকভাবে সুরাহা হওয়া উচিত। যেমন একজন আরেকজনকে খুন করে ফেললে সে বলতে পারে না, সে সাংবিধানিক পদে আছে। তাকে কিছু করা যাবে না।’

তিনি বলেন, ‘মানি লন্ডারিংয়ের মতো গুরুতর অপরাধ যদি কেউ করেন, তিনি সাংবিধানিক পদে থাকলেও তার বিরুদ্ধে তদন্ত চলতে বাধা নেই বলে আমি মনে করি।’

জামায়াতের নিবন্ধন বাতিলের রায় হাইকোর্ট থেকে হয়েছিল। তারা এর বিরুদ্ধে আপিল করেছিল,সেটা এখন কোন পর্যায়ে রয়েছে জানতে চাইলে মাহবুবে আলম বলেন, ‘এটা আমি এ মুহূর্তে বলতে পারবো না। তার কারণ, না দেখে বলা ঠিক হবে না।’ মামলাটি পেন্ডিং থাকলে শুনানির জন্য পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

/এজেডখান/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী