X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘কাউন্টার টেরোরিজম’ পুলিশের মুখ উজ্জ্বল করেছে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৭, ১৯:০৫আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৯:০৭

 

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ‘কাউন্টার টেরোরিজম’ পুলিশের পেশাদারিত্বকে অন্য মাত্রায় নিয়ে গেছে। এ ইউনিটের সদস্যরা দেশ রক্ষায় যা করছেন তা স্মরণীয় হয়ে থাকবে এবং তাদের সাফল্য পুলিশের মুখ উজ্জ্বল করেছে। সোমবার (২৩ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দফতরে বিস্ফোরক নিষ্ক্রিয়করণ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনারা শুধু ডিএমপি’র নয়, দেশের সম্পদ। সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রতিটি সদস্য একাজকে দেশাত্ববোধ, দায়বদ্ধতা ও দেশপ্রেম হিসেবে নিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় অপারেশন করছেন যা প্রশংসনীয়। ইতোমধ্যে জাতীয় অ্যান্টিটেরোরিজম ইউনিট অনুমোদন হয়েছে। ভবিষ্যতে জঙ্গি দমনে আপনাদের গুরুত্ব অনেক বেড়ে যাবে।’

অনুষ্ঠানে সিটিটিসি প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘এক্সপ্লোসিভের ওপর এটাই সিটির প্রথম প্রশিক্ষণ কর্মশালা। আমরা বিদেশ নির্ভর না হয়ে আমাদের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক দিয়ে এই প্রশিক্ষণ দিয়েছি। প্রশিক্ষকরা প্রত্যেকে কর্মজীবনে অনেক বোম্ব ডিসপোজাল করেছে। ভবিষ্যতে ট্রেনিং আরও হবে। এটি প্রথম ট্রেনিং হিসেবে মাইলস্টোনের মতো কাজ করবে। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। সকল সীমাবদ্ধতাকে ঊর্ধ্বে রেখে দেশ, জাতি ও পুলিশ বাহিনীর জন্য কাজ করতে হবে।’

সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ-কমিশনার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ডিএমপি’র যুগ্ম কমিশনার মো. আমিনুল ইসলাম, যুগ্ম কমিশনার মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

‘ফান্ডামেন্টাল অব এক্সপ্লোসিভ ইনসিডেন্ট রেসপন্স’ কোর্স শিরোনামে ১২ দিনের এই কোর্সে ডিএমপি’র ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সনদপত্র দেওয়ার পাশাপাশি ১০ হাজার টাকা করে আর্থিক পুরস্কারও দেওয়া হয়। ’

 

/জেইউ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
সড়ক নিরাপদ করতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সমাধান প্রয়োজন: মেয়র আতিক
সড়ক নিরাপদ করতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সমাধান প্রয়োজন: মেয়র আতিক
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে