X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

রিয়াদে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৩৪ শিক্ষার্থী

অহিদুল ইসলাম, সৌদি আরব
০২ নভেম্বর ২০১৭, ১৭:২৫আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ১৭:৫৪

রিয়াদে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষা

বাংলাদেশের সময় ধরে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বিআইএসসি)-তে জুনিয়র স্কুল সার্টিফিকেট  (জেএসসি) পরীক্ষা শুরু হয়েছে। দূতাবাসের শ্রম-কাউন্সেলর মো. সারোয়ার আলম পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে বুধবার জেএসসি পরীক্ষার প্রথম দিনে উপস্থিত ছিলেন। এ সময় পরিদর্শক হিসেবে তাঁর সঙ্গে ছিলেন দূতাবাসের প্রথম সচিব নুরুল ইসলাম ও হল সুপার বিআইএসসি  প্রভাষক মো. রফিকুল ইসলাম।

পরীক্ষার হলে কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে বিআইএসসি’র অধ্যক্ষ মো. বদরুল আলম বলেছেন, এ বছর ১৪৬ জন প্রার্থীর মধ্যে ৫৮ জন ছাত্র এবং ৮২ ছাত্রী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে অনুপস্থিত রয়েছে ৬ জন। তিনি আশা করেন, এবারের পরীক্ষায় ছাত্রছাত্রীরা খুব ভালো ফল করবে। কেননা স্কুলের নানা সমস্যার মধ্যেও শিক্ষার্থীদের পাঠদানে বিশেষ যত্ন নেওয়া হয়েছে।

রিয়াদে জেএসসি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা

এক প্রশ্নের উত্তরে পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান, দূতাবাসের শ্রম-কাউন্সেলর মো. সারোয়ার আলম জানিয়েছেন, প্রশ্নপত্রগুলো বাংলাদেশ থেকে ডিপ্লোম্যাটিক ব্যাগে করে শিক্ষাবোর্ড থেকে আসার পর দূতাবাসের ভল্টে রাখা হয়। পরীক্ষার দিন গোপনীয়তার সঙ্গে দূতাবাসের একজন কর্মকর্তার মাধ্যমে নির্দিষ্ট সময়ে পরীক্ষার হলে পরীক্ষার্থীদের কাছে বিতরণ করা হয় যেন কোনোভাবেই প্রশ্নপত্র ফাঁস হতে না পারে। তিনি বলেন,এ সময় নির্ধারিত প্রশ্নপত্রের ব্যাগটি যথাযথভাবে সিলগালা করা ছিল।

ছাত্রছাত্রীরা পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে জানিয়ে ভাল ফল করার আশা প্রকাশ করেছে। অনেকে বলেছে, বিদেশে থাকার কারণে বাইরে তেমন বেশি কিছু করা হয় না বলে নির্দিষ্ট পড়াশোনাটাই বেশি হয়। এ কারণে নিয়মিত পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় ফল সব সময়ে ভালো হয়ে থাকে তাদের।

অধ্যক্ষ মো. বদরুল আলম বর্তমান সরকারের পরীক্ষা পদ্ধতিকে ছাত্রছাত্রীদের শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে উপযোগী হিসেবে মন্তব্য করেন।

পরীক্ষা চলাকালীন বিদ্যালয়ের বাইরে পরিবার-পরিজন নিয়ে প্রবাসী অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে।

 

/টিএন/
সম্পর্কিত
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?