X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

লালবাগে কলেজছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৭, ১৮:২৭আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৮:৩৬

ঢামেক জরুরি বিভাগ রাজধানীতে চকবাজার থানার লালবাগ চৌরাস্তায় প্রেমিকের বাসায় এক কলেজছাত্রী (১৭)-কে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে ওই ছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ওই কলেজছাত্রীর বড় বোন জানান, যৌন নির্যাতনের শিকার  তার বোন কামরাঙ্গীর চরে পরিবারের সঙ্গে থাকে।  সে স্থানীয় একটি কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। গত ছয় মাস আগে লালবাগ চৌরাস্তা এলাকার জনৈক রাফিনের (১৯) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাফিন একটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থী। সোমবার সকাল আটটার দিকে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে নিজ বাসা থেকে বের হয়।
তিনি আরও জানান, পরে জানতে পারি, রাফিন তাকে কিছু নোট দেবে বলে ডেকে নিয়ে গেছে। 
রাফিন তার বোনকে বিভিন্ন সময় নোট দিয়ে পড়ালেখায় সহযোগিতা করতো বলেও জানান ঘটনার শিকার ছাত্রীর বড়বোন।
তিনি জানান, রাফিন দুপুরের দিকে  ওই ছাত্রীর বাসায় ফোন করে জানায় যে, ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তার শারীরিক অবস্থা ভালো না। লালবাগ চৌরাস্তায় রয়েল হোটেলের পাশের একটি বাসার ঠিকানা দিয়ে সেখান থেকে ছাত্রীকে নিয়ে যেতে বলে রাফিন।

ওই ছাত্রীর বোন বলেন, ‘রাফিনের বাসায় গিয়ে বোনকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখি। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসাপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছি।’  তিনি বলেন, ‘রাফিন বাসায় ডেকে নিয়ে আমার বোনকে  জোরপূর্বক  যৌন নির্যাতন করেছে।’

ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান যে, ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

 

/এআইবি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কোরির
নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কোরির
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা