X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউ’র আবাসিক ছাত্রছাত্রীদের দ্বিগুণ হারে পারিতোষিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৭, ২১:২০আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ২১:২০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেসিডেন্সি কোর্সের বিভিন্ন বিষয়ে অধ্যয়নরত বেসরকারি আবাসিক ছাত্রছাত্রীরা এ বছরের জুলাই থেকেই দ্বিগুণ হারে পারিতোষিক পাবেন। বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত ১৯টি মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউটের ৮৭৯ জন আবাসিক শিক্ষার্থীর কাছে যাবে এই সুবিধা। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়— গত ১৫ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত থেকে ২০ কোটি ৯৫ লাখ টাকা বরাদ্দ এসেছে। ফলে এসব ছাত্রছাত্রীকে বর্ধিত হারে মাসিক পারিতোষিক দেওয়া সম্ভব হবে। এতে করে উচ্চশিক্ষা ও সেবার প্রতি তারা আরও মনোযোগী হবে বলে কর্তৃপক্ষের আশা।
মাসিক পারিতোষিক বাড়ানোর পাশাপাশি আবাসিক ছাত্রছাত্রীদের জন্য কয়েকটি বাস সার্ভিস চালুর ঘোষণাও দিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। এ উপলক্ষে বুধবার (২২ নভেম্বর) এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এখানে অংশ নেন কয়েক হাজার চিকিৎসক ও শিক্ষার্থী।
অনুষ্ঠানে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, ‘পড়াশোনা ও চিকিৎসার জন্য আবাসিক শিক্ষার্থীরা দিনরাত হাসপাতালে থাকেন। কিন্তু এতদিন ভাতার পরিমাণ কম হওয়ায় তাদের পড়াশোনায় মনোনিবেশে ঘাটতি ছিল। বিষয়টি ভেবে এই ছাত্রছাত্রীদের পারিতোষিক দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

রেসিডেন্ট (আবাসিক চিকিৎসক) ছাত্রছাত্রীদের পরিবহন সার্ভিস ও বেসরকারি আবাসিক শিক্ষার্থীদের বর্ধিতহারে পারিতোষিক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কয়েকজন। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল। পরিচালনার দায়িত্বে ছিলেন বিএসএমএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা এবিএম আব্দুল হান্নান।

/ইউআই/জেএইচ/
সম্পর্কিত
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী