X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

গাজীপুরে শরিফুল হত্যা মামলা: আসামির মৃত্যুদণ্ড বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৭, ২০:৩৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ২০:৪০

 

সুপ্রিম কোর্ট গাজীপুরের জয়দেবপুর থানার কড্ডা কাঠালিয়া গ্রামের দোকানি শরিফুল ইসলামকে (২৪) হত্যার ঘটনায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি শহিদুল ইসলামের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামাল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামির পক্ষে ছিলেন আইনজীবী মোমতাজ উদ্দীন আহমদ মেহেদী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বসির উল্লাহ।

পরে বশির উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শরিফুল ইসলামকে তার দোকানের এক কর্মচারী ছুরি দিয়ে হত্যা করে ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে এ ঘটনায় মামলা হলে বিচারিক আদালত আসামি শহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড সাজা প্রদান করে। এরপর আসামির আপিল ও ডেথ রেফারেন্সের ওপর হাইকোর্টে শুনানি হয়। শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্টের রায়ে ওই আসামির মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখা হয়।’

এর আগে ২০১১ সালের ৪ জানুয়ারি গাজীপুরের জয়দেবপুর থানার কড্ডা কাঠালিয়া গ্রামের দোকানি শরিফুল ইসলামকে হত্যা করা হয়। ওই দোকানের কর্মচারী শহিদুল ইসলাম ছুরি দিয়ে শরিফুলকে হত্যা করে ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়।

পরদিন (৫ জানুয়ারি) নিহতের বাবা কামাল হোসেন শহিদুল ইসলামকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর একই বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের দায়রা জজ আদালত আসামি শহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন।

পরে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেন আসামি শহিদুল ইসলাম ও আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে।

আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে মঙ্গলবার আদালত আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। আসামি শহিদুল ইসলাম বর্তমানে কারাগারেই রয়েছে।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট