X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

মুক্তামনি কবে বাড়ি ফিরবে, জানা যাবে সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৭, ১৭:০১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৭:৩১

মুক্তামনি মুক্তামনির বাড়ি ফেরার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সোমবার বৈঠকে বসছে মেডিক্যাল বোর্ড। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বুধবার বাংলা ট্রিবিউনকে একথা জানান।

তিনি বলেন, ‘আমরা দুদিন আগে মুক্তামনির হাতে ব্যান্ডেজ বেঁধে দিয়েছি। আশা করছি এতে ওর উপকার হবে। ওর ব্যাপারে আগামী সোমবার আমাদের মেডিক্যাল বোর্ড বসবে। সেখানে তাকে বাড়ি পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত হবে। ও বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে।’

মুক্তামনির বাবা ইব্রাহীম হোসেন বলেন, ‘ওর হাতে ব্যান্ডেজ দেওয়ার পর খুলে দিয়েছিল। পরে আবার ব্যান্ডেজ করেছে। হাতের ব্যথা সামান্য একটু কমেছে। তবে হাত চুলকায়। এজন্য ওষুধ দিয়েছেন ডাক্তার।’ তিনি বলেন, ‘মুক্তামনির অবস্থা তো জানেন, এই অবস্থায় ওষুধ কেমন কাজ করে বুঝতেই পারছেন। আপনারা আমার মেয়েটার জন্য দোয়া করবেন ও যেন ভাল হয়ে যায়।

এ বছরের ১২ জুলাই বার্ন ইউনিটে ভর্তি হয় হাতের রক্তনালীর টিউমারে আক্রান্ত মুক্তামনি (১২)। প্রথমে তার রোগটিকে বিরল হিসেবে উল্লেখ করা হয়। পরে বায়োপসি করে জানা যায়, তার রক্তনালীতে টিউমার হয়েছে। তখন তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের একটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন বার্ন ইউনিটের চিকিৎসকরা। মুক্তামনির সব রিপোর্ট দেখে তারা চিকিৎসা করতে অস্বীকৃতি জানান। পরে ঢামেকের চিকিৎসকরাই তার অপারেশনের সিদ্ধান্ত নেন। চিকিৎসার সব খরচের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুক্তামনির হাতে ১০ অক্টোবর প্রথম অস্ত্রোপচার হয়। তার হাতের ফোলা অংশ অস্ত্রোপচার করে ফেলে দেন চিকিৎসকরা। পরে দুই পায়ের চামড়া নিয়ে দু’দফায় তার হাতে লাগানো হয়।

বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক আবুল কালামের নেতৃত্বে বিশেষজ্ঞ একদল চিকিৎসক মুক্তামনির স্কিন গ্রাফটিং (চামড়া লাগানো) অপারেশনে অংশ নেন। পরে হাত আবার ফুলে যাওয়ায় তা কমাতে হাতে প্রেসার ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়।

 

 

/টিওয়াই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
সবাইকে ভুল প্রমাণ করে দেওয়া ডর্টমুন্ডের লক্ষ্য ওয়েম্বলি জয়
সবাইকে ভুল প্রমাণ করে দেওয়া ডর্টমুন্ডের লক্ষ্য ওয়েম্বলি জয়
পশ্চিম তীরে ৩০ ফিলিস্তিনিকে আটক করলো ইসরায়েল
পশ্চিম তীরে ৩০ ফিলিস্তিনিকে আটক করলো ইসরায়েল
সাবেক ম্যাজিস্ট্রেটের নামে ফেক আইডি, মামলা করতে এসে ধরা
সাবেক ম্যাজিস্ট্রেটের নামে ফেক আইডি, মামলা করতে এসে ধরা
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?