X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মুগদায় ভগ্নিপতি-শ্যালকসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৭, ০২:৪৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ০২:৪৬

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল রাজধানীর মুগদার একটি বাসা থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ভগ্নিপতি, শ্যালকসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাতে তাদের হাসপাতালে নেওয়া হলে দুজনের এবং বৃহস্পতিবার একজনের মৃত্যু হয়। তারা হচ্ছেন, ভগ্নিপতি আব্দুর রহমান (৩৬), তার বন্ধু জামাল হোসেন (৩৫) ও শ্যালক মীর সোহেল (২০)। অতিরিক্ত মদ্যপানে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য তাদের মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে মদের বোতল ও আলামত সংগ্রহ করা হয়েছে।

আব্দুর রহমানের ছোট ভাই আবদুর রাজ্জাক জানান,  আব্দুর রহমান মুগদার মান্ডা এলাকায় জার্মানি বিল্ডিংয়ের  তৃতীয় তালায় পরিবার নিয়ে থাকতেন।  সম্প্রতি ভাবি দুই সন্তানকে নিয়ে বরগুনায় গ্রামের বাড়ি বেড়াতে যান। ভাইয়েরও বাড়িতে যাওয়ার কথা ছিল। বাসা ছিল ফাঁকা। গত বুধবার দিবাগত রাতে ভাইকে ফোনে পাওয়া যাচ্ছিল না। পরে আমাদের এক আত্মীয় বাসায় গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। ডাকাডাকি করে কোনও সাড়া শব্দ না পেয়ে বাড়ির দারোয়ান এবং আশপাশের লোকজনের সহায়তায় দরজা খুলে দেখতে পায় ওই তিনজন ঘরের মেঝেতে পড়ে আছে। পরে রহমানকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্য দুজনকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে সোহেল মারা যান। জামাল হোসেনকে বৃহস্পতিবার সকালে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেলা সোয়া ১১টার দিকে তিনি মারা যান। পরে তিনজনেরই মৃতদেহ মর্গে পাঠানো হয়।

মৃত সোহেলের ফুফাতো ভাই রেজাউল খন্দকার জানান, সোহেল মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পশ্চিম পুরালী দাশা গ্রামের মীর নুরুল হকের ছেলে। তিনি আরও বলেন, জামাল হোসেনের কাছে রহমান ৯৫ হাজার টাকা পেতেন। তারা মাদকাসক্ত ছিলেন না বলেও জানান তিনি। তাদের মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা আমরা জানতে পারেনি।

মৃত জামালের চাচা বাবুল হোসেন বলেন, জামালের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাজরদী গ্রামে। তিনি মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজারে মাছের ব্যবসা করতেন। তার স্ত্রী তিন সন্তানসহ মান্ডার বাঁশপট্টি এলাকায় থাকেন।

 

 

 

/এআইবি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
ফরিদপুরে দুই সহোদর হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
ফরিদপুরে দুই সহোদর হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ