X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রিয়াদে সড়ক দুর্ঘটনায় ভর্তিচ্ছু শিক্ষার্থীর মৃত্যু

অহিদুল ইসলাম, সৌদি আরব
১৬ ডিসেম্বর ২০১৭, ১৮:৪১আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৮:৪১

এই সেই ঘাতক ট্রাক

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখা (বিআইএসসিএস) আয়োজিত বিজয়ের অনুষ্ঠান দেখতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ফারহান নামের এক ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী। শনিবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় হাইয়াল মরুজ মহাসড়ক পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রবাসীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ৩৩১১ জেএক্সএ নম্বরের একটি পিক-আপ ভ্যান অতিরিক্ত গতিতে চলার সময় ফারহানতে ধাক্কা দেয়। গাড়িটির চালক একজন সৌদি নাগরিক।

স্থানীয়রা জানায়, এ দুর্ঘটনার খবর পেয়ে স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা দৌড়ে গিয়ে গাড়িটি আটক করে। সেসময় বার বার অ্যাম্বুলেন্সকে ফোন করেও না পেয়ে ফারহানকে একটি গাড়িতে করে ওই এলাকার আল ওরোবা নামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক জানিয়ে ওরোবার ডাক্তাররা ফারহানকে বড় হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে রিয়াদের ধীরাব এলাকার কিং ফয়সাল হাসপাতালে নেওয়া হলে দুপুর সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ফারহানের লাশ কিং ফয়সাল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

দুর্ঘটনার পর ফারহান

এ ব্যাপারে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখার পরিচালনা পর্ষদের প্রশাসনিক সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, ‘ছেলেটি আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী নয়। স্কুলে ভর্তি হওয়ার জন্য ফরম সংগ্রহ করেছিল সে। ১৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষায় অংশ নেওযার কথা ছিল তার। বাংলাদেশি নাগরিক হিসাবে মানবিক দিক বিবেচনা করে সকল পর্ষদ কর্মকর্তা এবং অধ্যক্ষসহ শিক্ষকরা ফারহানের চিকিৎসার ব্যাপারে তৎপর হয়েছিলেন।’

সকালের দুর্ঘটনার সময় স্কুলে উপস্থিত ছিলেন ফারহানের ফুপু। তিনি জানিয়েছেন, ফারহানের বয়স আনুমানিক ১৩ বছর। তার বাবা শেখ শিপন রিয়াদে একজন ব্যবসায়ী। এর আগে ঢাকার উত্তরায় থাকতো ফারহান। রিয়াদের বাংলা স্কুলে ক্লাস সেভেনে ভর্তি করে দেওয়ার জন্য দু’মাস আগে বাংলাদেশ থেকে সৌদি আরবে আনা হয়েছিল তাকে।

বিজয় দিবস উপলক্ষ্যে বিআইএসসিএস-তে বিভিন্ন স্টলের আয়োজনের সঙ্গে প্রবাসীদের স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে উপস্থিত ছিল রিয়াদে অবস্থিত ঢাকা মেডিক্যাল সেন্টার (ডিএমসি)। দুর্ঘটনার খবর পেয়ে তাদের একজন ডাক্তার রাস্তায় পরে থাকা ফারহানকে পরীক্ষা করে দেখেন। তিনি জানান, ‘ছেলেটির হার্টবিট তখনো ছিল। অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। কান দিয়ে রক্ত গড়িয়ে পরছিল।’

 

/এএইচ/
সম্পর্কিত
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
সর্বশেষ খবর
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
ফরিদপুরে দুই সহোদর হত্যাকাণ্ডের প্রদিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
ফরিদপুরে দুই সহোদর হত্যাকাণ্ডের প্রদিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ