X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

জাল মুদ্রা প্রতিরোধে বাংলাদেশ-ভারত ঐকমত্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৭, ২১:৩৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ২১:৩৮

জাল মুদ্রা প্রতিরোধ সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক জাল মুদ্রা তৈরি ও তা সীমান্ত এলাকা দিয়ে ছড়িয়ে দেওয়ার বিষয়ে বাংলাদেশ ও ভারত একে অপরকে দোষারোপ করেছে। তবে অর্থনীতির স্বার্থে জাল মুদ্রা প্রতিরোধে করণীয় সবকিছু করতেই দুই দেশ ঐকমত্যে এসেছে।

রবিবার (১৭ ডিসেম্বর) সকালে পুলিশ সদর দফতরে বাংলাদেশ ও ভারত জাল মুদ্রা সংক্রান্ত যৌথ টাস্কফোর্সের তিন দিনব্যাপী চতুর্থ সভায় এই ঐকমত্য হয়। সভায় উপস্থিত টাস্কফোর্সের বাংলাদেশি একাধিক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) রৌশন আরা বেগম এবং ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এনআইএর আইজি শ্রী অনিল শুক্লা। সভায় উভয় দেশের ২৬ জন কর্মকর্তা অংশ নেন।

বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিদলের সদস্যরা নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারতের অভিযোগ, বাংলাদেশে ভারতীয় জাল মুদ্রা তৈরি করে তা সীমান্ত দিয়ে বাজারে ছাড়া হচ্ছে। ভারত মনে করছে, এই জাল নোট তাদের অর্থনীতির জন্য বিরাট বিপদ। তাদের দাবি, ভারত-বাংলাদেশের মধ্যে মালদাসহ আরও কিছু সীমান্ত এলাকা দিয়ে জাল মুদ্রা সেদেশে ঢুকছে। উভয় দেশের মধ্যে প্রতি বছর হাজার কোটি টাকার ওপরে জাল নোট সীমান্ত এলাকা দিয়ে পাচার হয়। যা দুই দেশের জন্যই ক্ষতিকর।’

তিনি আরও বলেন, ‘ভারতের অভিযোগ, ভারতীয় জাল রুপি পাচারের ক্ষেত্রে  বাংলাদেশকে ট্রানজিট হিসেবেও ব্যবহার হয়। এজন্য সীমান্ত এলাকা ও স্থলবন্দরে আরও নজরদারির প্রয়োজনীয়তার কথা বলেছেন ভারতের কর্মকর্তারা।’

তবে ভারতের এই অভিযোগের প্রতিবাদ করেছে বাংলাদেশ। বৈঠকে উপস্থিত টাস্কফোর্সের বাংলাদেশি কর্মকর্তারা বলছেন, এই জাল মুদ্রার উৎস বাইরের কোনও দেশ। জাল নোটের উৎস কোথায় সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে নোটগুলো বাইরে থেকেই আসছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কখনও কখনও জাল রুপি বাংলাদেশে তৈরি হলেও তা নিখুঁত নয়। পাকিস্তান, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের নাগরিককে জাল রুপিসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন সময়ে গ্রেফতার করা হয়েছে। এতে বোঝা যায়, এই মুদ্রা অন্য কোনও দেশেই প্রস্তুত হয়।’

সভায় জাল নোটের উৎস চিহ্নিত এবং জাল নোট তৈরি ও বিতরণকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উভয় দেশের প্রতিনিধিরা সম্মত হয়েছেন। এক্ষেত্রে উভয় দেশের কর্মকর্তাদের প্রশিক্ষণ, কাজের অভিজ্ঞতা ও তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য বিনিময়ের সিদ্ধান্ত হয়েছে। জাল নোট বন্ধে বাংলাদেশ ও ভারত– উভয় দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে বৈঠকে।

বৈঠকে উপস্থিত টাস্কফোর্সের আরেক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন,  যেখানে জনসংখ্যা বেশি সেখানেই অপরাধপ্রবণতা বেশি রেকর্ড হয়। বাংলাদেশে জাল নোটসহ গ্রেফতারের ঘটনা অনেক। এগুলোর বিষয়ে ভারতের এনআইএ সদস্যরা জানতে চেয়েছেন। আমরাও ওদের দেশে গ্রেফতারের বিষয়ে জানতে চেয়েছি। অপরাধীদের তথ্য ওদের কাছে সব আছে কিনা বা আমাদের দেশের অপরাধীদের যে তথ্য ওরা চেয়েছে সেগুলো আমাদের কাছে আছে কিনা তা যাচাই বাছাই করে দেখা হবে। তবে তথ্য আদান-প্রদান হচ্ছে।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘বৈঠকে মুদ্রার মান নিয়েও কথা হয়েছে। মুদ্রার কোন অংশ, কোন নোটগুলো বেশি জাল হয় তা নিয়েও আলোচনা হয়েছে।’

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস্) মো. মোখলেসুর রহমান সভার উদ্বোধন করেন। তিনি উদ্বোধনী বক্তব্যের শুরুতে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সার্বিক সহযোগিতার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারত উভয় দেশের মধ্যে অপরাধ দমনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ছে। এর ফলে জঙ্গি দমন, জাল নোট রোধসহ আন্তঃদেশীয় অপরাধ দমন সহজ হয়েছে।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এ সহযোগিতা বিদ্যমান থাকলে উভয় দেশ উপকৃত হবে এবং ভবিষ্যতেও নানা ধরনের অপরাধ মোকাবেলা ও বিভিন্ন বিষয়ে আগাম পদক্ষেপ নেওয়া সহজতর হবে।’

ভারতীয় প্রতিনিধিদলের প্রধান এনআইএর আইজি শ্রী অনিল শুক্লা বলেন, ‘উভয় দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য অপরাধ দমনে আমরা যৌথভাবে কাজ করবো। এতে জাল নোট বন্ধসহ অনেক অপরাধ দমন করা সহজ হবে।’

এর আগে ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা আইজিপি এ কে এম শহীদুল হকের সঙ্গে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে জাল নোট বন্ধের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। সভায় কোস্টগার্ড, বিজিবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সিআইডি, র‌্যাব ও এসবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

/এআরআর/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিটিআরসিকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের অনুরোধ করবেন আরাফাত
বিটিআরসিকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের অনুরোধ করবেন আরাফাত
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল