X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

উত্তরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৭, ২২:৫০আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ২৩:০৯

বিএআরসি’র সঙ্গে উত্তরা বিশ্ববিদ্যালয়ের চুক্তি সইয়ের অনুষ্ঠান শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা ও তাদের শিক্ষা বিষয়ক মান উন্নয়নে প্রশিক্ষণের সুযোগ তৈরি করেছে উত্তরা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এ বিষয়ে ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারের (বিএআরসি) সঙ্গে বিশ্ববিদ্যালয়টির একটি চুক্তি সই হয়েছে। শিক্ষান্নোয়ন সংক্রান্ত এই চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তীব্র প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে সফল হওয়ার জন্য নিজেদের প্রস্তুত করার সুযোগ পাবেন।
রাজধানীর উত্তরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ২০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারের প্রতিষ্ঠাতা মো. মারুফ ফিরোজ বলেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে বহুমাত্রিক শিক্ষার এক অফুরন্ত ক্ষেত্র বা মাধ্যম। এই মাধ্যম থেকে শুধু পুঁথিগত বিদ্যা নয়, পাঠ্য বহির্ভূত বাস্তব শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা সৃজনশীল বিশেষায়িত শিক্ষা অর্জন করে কর্মক্ষেত্রে নিজেদের প্রমাণ করতে সক্ষম হবে। এক্ষেত্রে ইংরেজিতে সমৃদ্ধ হওয়াও যুগেরই চাহিদা। ফলে আমাদের আজকের এই চুক্তি ও প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। এতে বিশ্ববিদ্যালয়গুলোর মানেরও গুণগত উন্নয়ন হবে। তাই এ জাতীয় চুক্তি ভবিষ্যতে আমরা আরও করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. এম আজিজুর রহমান, উপ-উপাচার্য প্রফেসার ড.ইয়াসমিন আরা, রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম এবং ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারের প্রতিষ্ঠাতা মো. মারুফ ফিরোজ, সিনিয়র ফ্যাকল্টি মো. মামুন মোর্সেদ, ইউনিভার্সিটি অ্যাফেয়ার্স মো. মাহামুদ হোসেন, আইটি বিশেষজ্ঞ মো. হিমেল প্রমুখ।
উল্লেখ্য, ইংরেজি ভাষায় দক্ষতা নিরূপণ সংক্রান্ত আন্তর্জাতিক পরীক্ষা আইইএলটিএসের অফিশিয়াল পরীক্ষা কেন্দ্র ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইডিপি অস্ট্রেলিয়ার অফিশিয়াল অংশীদার ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টার। একইসঙ্গ প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের ইংরেজি ভাষা সহজে শেখাতে আধুনিক ও উন্নত মানের প্রশিক্ষণ দিয়ে আসছে।

/আরএআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা