X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৮, ১৮:২৭আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৮:৩৪

আদালতে খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন শেষ করেছেন তার আইনজীবীরা।  মঙ্গলবার (১৬ জানুয়ারি) খালেদা জিয়ার পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপনের ১০ম দিনে তার আইনজীবীদের বক্তব্য শেষ হয়। ফলে এ মামলা এখন রায়ের দিকে এগুচ্ছে। দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, মামলার প্রধান আসামি খালেদা জিয়ার পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন শেষ হয়েছে। এখন অন্যান্য আসামির পক্ষে তাদের আইনজীবীরা যুক্তি-তর্ক উপস্থাপন করবেন। তাদের যুক্তি উপস্থাপন শেষ হলে আদালত রায়ের  তারিখ ঠিক করবেন । 

আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটে খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন  শেষ করেন তার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ ।এই নিয়ে পাঁচজন আইনজীবী খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন।

মওদুদ আহমেদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া  আদালতে তার মক্কেলের জামিন স্থায়ী করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে ব্যক্তিগত এবং পারিবারিক অসুবিধার কারণে আগামী ১৬ ও১৭ তারিখে খালেদা জিয়াকে হাজিরা থেকে অব্যাহতির আবেদন  করলে আদালত তা নামঞ্জুর করেন।

এদিন খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন  শেষে মামলাটির অপর আসামি শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন তার আইনজীবী আহসান উল্লাহ। তার  যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় বিচারক আগামীকাল পর্যন্ত আদালত মূলতবি ঘোষণা করেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই  মামলায় হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া  আজ মঙ্গলবার সকাল ১১টা ৩৭ মিনিটে পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে পোঁছান । তার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু হয় ১১টা ৪২ মিনিটে।

এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এটি দায়ের করা হয়। ২০০৯ সালের ৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

ওই অভিযোগপত্রে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।

২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ বিষয়ে ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

মামলায় বিএনপি নেতা হারিছ চৌধুরী ও তার তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানকে আসামি করা হয়।

/টিএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছালো
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছালো
শ্রমিক লীগের জনসভা শুরু
শ্রমিক লীগের জনসভা শুরু
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার
আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা