X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ‘হামলাকারী’ ছাত্রলীগ নেতাদের বহিষ্কারের দাবি: ঘেরাও- ভাঙচুর (ভিডিও)

ঢাবি প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৮, ১৭:৩৪আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৮:৩০


ঢাবি’র প্রক্টর অফিসের কলাপসিবল গেট ভেঙে প্রক্টরকে অবরুদ্ধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে করা আন্দোলনে ছাত্রলীগের হামলা ও নারী নির্যাতনের বিচার চেয়ে প্রক্টরের কার্যালয় ভাঙচুর ও উপাচার্যের কার্যালয় ঘেরাও করে রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা। 
আজ বুধবার ( ১৭ জানুয়ারি ) সকাল ১১ টায় অপরাজয় বাংলার পাদদেশে 'নিপীড়ন বিরোধী সাধারণ শিক্ষার্থী’দের ব্যানারে মানববন্ধন করেন এসব ছাত্র-ছাত্রী। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করে ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন। পরে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার বিচার দাবি করে কলাভবনে প্রক্টরের সঙ্গে দেখা করতে যান তারা। কিন্তু তখন প্রক্টর অফিসের কলাপসিবল গেট বন্ধ করে দেওয়ায় সেটি ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। সেখানে তিনটি দাবি আদায় না হওয়া পর্যন্ত  কার্যালয় ত্যাগ না করার  ঘোষণা দেন তারা। তাদের দাবিগুলো হচ্ছে ১. চিহ্নিত হামলাকারীদের সাময়িক বহিষ্কার করতে হবে ২. তদন্ত কমিটিতে তিনজন ছাত্র নেতৃত্ব রাখতে হবে ৩. ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বহিষ্কারাদেশ দিতে ব্যর্থ হলে প্রক্টরকে পদত্যাগ করতে হবে।
এসময় প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানি তাদের কাছে আধা ঘণ্টা সময় চান। সময় শেষ হলে প্রক্টর বলেন, ‘ সাত দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

ঢাবিতে আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা
কিন্তু এরপরও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্তদের তাৎক্ষণিক বহিষ্কারের দাবি তোলেন। এ বিষয়ে তিনি সুস্পষ্টভাবে কোনও উত্তর না দিতে পারায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন এবং প্রক্টরকে টানা তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। বিকাল ৪টায় অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে উপাচার্যের কার্যালয়ে যান  প্রক্টর গোলাম রব্বানি। এরপর স্লোগান দিতে দিতে বিক্ষোভকারীরাও উপাচার্যের কার্যালয়ের সামনে চলে আসেন। বর্তমানে তারা সেখানেই অবস্থান করছেন।

এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
প্রক্টরকে অবরুদ্ধ করার বিষয়ে বিক্ষোভকারী শিক্ষার্থী তানভীর হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দাবি হচ্ছে হামলাকারীদের বহিষ্কার করতে হবে। কিন্তু, তিনি (প্রক্টর) বলেন তদন্ত করে দেখবেন। যারা হামলাকারী তারা তো চিহ্নিত ৷ চিহ্নিত করতে হলে তদন্ত করতে হয়। এখনতো হামলাকারীরা চিহ্নিত। তিনি বহিষ্কারের কথা কেন বলছেন না?’
আন্দোলনকারী অপর শিক্ষার্থী আলমগীর হোসেন সুজন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগে আক্রমণকারীদের সাময়িক বহিষ্কারের দাবি জানাচ্ছি।  তারপরে তদন্ত কমিটি গঠন করার আহবান জানাচ্ছি। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের সাময়িক বহিষ্কার করতে হবে।’
ছাত্রলীগের কিছু নেতা-কর্মীকে হামলাকারী দাবি করে সাধারণ শিক্ষার্থীদের এ আন্দোলনের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আন্দোলনকারীরা যে শিক্ষকদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এবং ছাত্রলীগের নামে খারাপ কথা বলছে তার জন্য আমরাও তাদের বহিষ্কার দাবি করছি৷ আন্দোলনকারীরাও ছাত্রলীগের ওপর আক্রমণ করেছে।’
উল্লেখ্য, গত সোমবার সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে তারা অনশনের ঘোষণা দিলে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আন্দোলনকারীদের তুলে দেন। সেখানে অবস্থান নেওয়া ছাত্রীদের নানা ধরনের কটূক্তিসহ হয়রানি ও হামলার অভিযোগ তুলে আসছে সাধারণ শিক্ষার্থীরা।  





/এসআইআর/ টিএন/
সম্পর্কিত
নির্দেশনা না মেনে বিদ্যালয় খোলা রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
সর্বশেষ খবর
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস