X
সোমবার, ২৭ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

কালো কাপড়ে ঢাকা অপরাজেয় বাংলা ও রাজু ভাস্কর্য

ঢাবি প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৮, ২১:৪১আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ২১:৪৫

কালো কাপড়ে ঢাকা অপরাজেয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘রাজু ভাস্কর্য’ ও ‘অপরাজেয় বাংলা’র ভাস্কর্যগুলোর মুখ কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত সরকারি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও ছাত্রীদের যৌন নিপীড়নের বিচার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ভাস্কর্যগুলোর মুখ কালো কাপড়ে ঢেকে দিয়েছেন।

রবিবার (২১ জানুয়ারি) ব্কিালে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনের রাস্তায় অবস্থিত ‘সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য’ ও কলাভবনের সামনের ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্য দুটির মুখ কালো কাপড়ে ঢাকা রয়েছে। রাজু ভাস্কর্যের গায়ে ঝোলানো একটি পোস্টারে লেখা আছে ‘যৌন নিপীড়ক সন্ত্রাসী ছাত্রলীগ নেতাদের বহিষ্কার করতে হবে’ এবং ‘অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার করতে হবে’।

কালো কাপড়ে ঢাকা রাজু ভাস্কর্য এর আগে গত বৃহস্পতিবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত  ‘নিপীড়ক বিরোধী শিক্ষার্থী’র ব্যানারে বিশ্ববিদ্যালয়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে কয়েকজন শিক্ষার্থী রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন। এরপর আজ রবিবার নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা ‘ব্যর্থ’ প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানির পদত্যাগ ও তাদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেন।

ভাস্কর্যের মুখ কালো কাপড়ে ঢেকে দেওয়ার কথা স্বীকার করে নিপীড়নবিরোধী শিক্ষার্থী রাজিব কুমার দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রক্টর আমাদের নৈতিক দাবির বিরুদ্ধে মামলা করেছেন। এটা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করে রাখতে আমরা রাজু ভাস্কর্য ও অপরাজয় বাংলার মুখ কালো কাপড়ে ঢেকে দিয়েছি।’

গত ১৭ জানুয়ারি নিপীড়নবিরোধী আন্দোলন করা শিক্ষার্থীরা ওই ছাত্রলীগ নেতাদের বহিষ্কার চেয়ে প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানির কাছে যান। এসময় প্রক্টর অফিসের প্রধান ফটক বন্ধ পেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা অফিসের কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং প্রক্টরকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।

এরপর ১৮ জানুয়ারি রাতে জানা যায়, প্রক্টর ওইদিন অজ্ঞাত ৫০-৬০ জন ভাঙচুরকারীকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছেন।

 

/এসআইআর/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গম্ভীর বলেছিলেন, আমরা ট্রফি উঁচিয়ে ধরলেই সবচেয়ে বেশি খুশি হবো’
‘গম্ভীর বলেছিলেন, আমরা ট্রফি উঁচিয়ে ধরলেই সবচেয়ে বেশি খুশি হবো’
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
সর্বাধিক পঠিত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ