X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ঢাবির প্রশাসন ভবনের গেট ভাঙলেন আন্দোলনকারীরা (ভিডিও)

ঢাবি প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৮, ১৩:১২আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৩:১৯

ঢাবির প্রশাসনিক ভবনের প্রধান ফটকের তালা ভাঙছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটকের তালা ভেঙে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি পালন শুরু করেন।

প্রসঙ্গত, সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলনে বাধা দেওয়ায় ছাত্রলীগ কর্মীদের বহিষ্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে এ দাবিতে উপাচার্য অফিস ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা দেখতে পান তারা। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

ঢাবির প্রশাসনিক ভবনের প্রধান ফটকের তালা ভাঙছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা গত ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ হামলা চালায়। এ সময় ছাত্রীদের উত্ত্যক্ত করারও অভিযোগ ওঠে। এর প্রতিবাদে গত ১৭ জানুয়ারি ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ওইদিন জড়িতদের বহিষ্কারের দাবি জানিয়ে প্রক্টরকে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন তারা। শিক্ষার্থীদের উপস্থিতি দেখে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের গেট বন্ধ করে দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেদিন কলাপসিপল গেট ভেঙে ফেলেন। ওইদিন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। এরপর ১৮ জানুয়ারি প্রক্টর অজ্ঞাত ৫০ জন ভাঙচুরকারীকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন।

ঢাবির প্রশাসনিক ভবনের প্রধান ফটকের তালা ভাঙছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় আন্দোলনকারীরা কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যৌন নিপীড়ক ও হামলাকারী ছাত্রলীগ নেতাদের বহিষ্কার করতে হবে, নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে,  সাত কলেজের সমস্যা দ্রুত সমাধান করতে হবে এবং দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টরের পদত্যাগ করতে হবে। 


আরও পড়ুন:

আই অ্যাম অ্যা ফাইটার, আই অ্যাম অ্যা লিডার: আইভী


/ইউআই/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
হাল্যান্ডে লণ্ডভণ্ড উলভস
হাল্যান্ডে লণ্ডভণ্ড উলভস
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ