X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘সচেতন না হলে অসংক্রামক রোগ মহামারী রূপ নিতে পারে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৮, ০৩:৩৯আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ০৪:১৯

অনুষ্ঠানে অতিথিরা ‘নন-কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামক রোগ এখন মারাত্মক আকার ধারণ করেছে। এখনই সচেতন না হলে ভবিষ্যতে এটা মহামারী আকারে রূপ নিতে পারে। ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ এখন টেকসই উন্নয়নের ক্ষেত্রে অন্যতম বাধা। এসব রোগের চিকিৎসার চেয়ে অবশ্যই প্রতিরোধের দিকে অধিক গুরুত্ব দিতে হবে।’

মঙ্গলবার হোটেল রেডিসন ব্লুতে ক্যামব্রিজ প্রোগ্রাম টু অ্যাসিস্ট বাংলাদেশ ইন লাইফস্টাইল অ্যান্ড এনভায়রনমেন্টাল (ক্যাপাবল) রিস্ক রিডাকশন নামে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক। এসময় বিশ্বের সাতটি প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক (মেমোরেন্ডাম অব কোলাবরেশন) চুক্তি স্বাক্ষরিত হয়। এগুলো হচ্ছে, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ইউনিভার্সিটি অব এবারডিন, ইনস্টিটিউট অব ইপিডেমিওলজি ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর), আইসিডিডিআর,বি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (এনএইচএফঅ্যান্ডআরআই) ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। 

বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, ‘ভেজাল খাবার, বায়ুদূষণ, উচ্চ রক্তচাপ, দুশ্চিন্তা, ধূমপান, চর্বি জাতীয় খাবার অধিকমাত্রায় গ্রহণ, আর্সেনিকসহ নানা কারণে অসংক্রামক রোগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শহরে এ রোগে আক্রান্ত হওয়ার হার গ্রামের তুলনায় বেশি। বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগে ক্যান্সার নির্ণয়ের জন্য যে পরীক্ষা করা হয় তার একশটির মধ্যে ২৫ থেকে ৩০টি অর্থাৎ ২৫ থেকে ৩০  জনের ক্যান্সার ধরা পড়ছে। এটা সত্যিই উদ্বিগ্ন হওয়ার মতো বিষয়।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে অসংক্রামক রোগ প্রতিরোধ ও চিকিৎসার ক্ষেত্রে নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ক্যামব্রিজ প্রোগ্রাম টু অ্যাসিস্ট বাংলাদেশ ইন লাইফস্টাইল অ্যান্ড এনভায়রনমেন্টাল (ক্যাপাবল) রিস্ক রিডাকশন নামের গবেষণা প্রকল্পটি অসংক্রামক রোগের সম্পর্ক নিরূপণ এবং এ থেকে প্রতিকারের উপায় খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও জানানো হয়, শহর, গ্রাম ছাড়াও বস্তিবাসীদের মধ্যে এ গবেষণা কার্যক্রম পরিচালিত হবে। এ গবেষণার মাধ্যমে বস্তিবাসীদের মধ্যে পরিবেশ সম্পর্কিত অসংক্রামক রোগের সম্পর্ক রয়েছে কি-না তা নিরূপণ করা হবে।

এসময় আরও বক্তব্য রাখেন আইসিডিডিআর,বি-এর নির্বাহী পরিচালক প্রফেসর জন ডি ক্লেমন্স, ইনস্টিটিউট অব ইপিডেমিওলজি ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)-এর পরিচালক ডা. মীরাজদি সাবরিনা ফ্লোরা, ক্যামব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর জন দানেশ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যামব্রিজ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডা. রাজিব চৌধুরী।

 

 

/টিওয়াই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত