X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সচেতন শিক্ষার্থীদের ব্যানারে ঢাবি ক্যাম্পাস ছাত্রলীগের দখলে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৮, ১৩:১৬আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৩:২৮

সচেতন শিক্ষার্থীদের ব্যানারে ঢাবি ক্যাম্পাস দখলে নিলো ছাত্রলীগ

মঙ্গলবার বাম ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও নিপীড়ন চালিয়ে বুধবার সচেতন শিক্ষার্থীদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস দখলে নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে অবরুদ্ধ করায় তার সম্মানহানি হয়েছে, তাকে অপদস্থ করা হয়েছে উল্লেখ করে তারা ওইসব শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ ক্যাম্পাসে বিক্ষোভ করছেন।

বুধবার সকাল সাড়ে দশটায় ঢাবির এই সচেতন শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে। পরে সাড়ে এগারটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্য কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয়। এদিকে গতকাল মঙ্গলবার নিপীড়নবিরোধী সাধারণ শিক্ষার্থীরা যখন মিছিল নিয়ে উপাচার্য কার্যালয়ের সামনে আসার চেষ্টা করে  তখন নিরাপত্তার অজুহাতে কার্যালয়ের প্রধান ফটক বন্ধ রাখা হয়, পরে ফটকটি ভেঙেই কার্যালয়ের সামনে প্রবেশ করে তারা। আর আজ সেই প্রধান ফটক খোলা রেখে শিক্ষার্থীদেরকে অনায়াসে প্রবেশ করতে দেওয়া হয়েছে।

সচেতন শিক্ষার্থীদের দাবি, যারা উপাচার্যসহ অন্যান্য শিক্ষকের সঙ্গে বেয়াদবি করেছে তাদের বহিষ্কার করতে হবে। লিটন নন্দীসহ অন্য বাম নেতাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে হবে ৷ আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিনষ্টকারী বাম সংগঠনের দৃষ্টান্তমূলক বিচার দাবি করতে হবে ৷ হামলাকারীদেরকে গ্রেফতারের দাবিও জানান তারা।

এদিকে বিক্ষোভের শুরু থেকেই ছাত্রলীগের বেশ কয়েকজন পদবিধারী নেতা-কর্মীদেরকে বিক্ষোভে নেতৃত্ব দিতে দেখা গেছে। এদের মধ্যে ছিলেন মহসীন হলের সাবেক নাট্য বিষয় সম্পাদক মাহমুদ হাসান, মহসিন হলের কার্যনির্বাহী ছাত্রলীগ সদস্য সিয়াম, বঙ্গবন্ধু হলের ছাত্রলীগ নেতা সিফাত হোসেন, জহুরুল হক হলের নেতা কাঞ্চনসহ আরও অনেকে।

ঢাবির কয়েকজন শিক্ষার্থী জানান, গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল সভাপতি ও সেক্রেটারি হলে থাকা সব শিক্ষার্থীকে গেস্টরুমে ডেকে নিয়ে নির্দেশ দেন প্রত্যেককে বুধবারের আন্দোলনে অংশ নিতে হবে। হুমকি দিয়ে বলা হয়, কেউ যদি অনুপস্থিত থাকে তাহলে তাকে হল থেকে বের করে দেওয়া হবে। নির্দেশে বলা হয়, আন্দোলন হবে সচেতন শিক্ষার্থীদের ব্যানারে এবং কেউ জয় বাংলা স্লোগান দেবে না। সকাল থেকে এভাবে বিক্ষোভ চলার পর ঢাবি শাখা ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগ এই আন্দোলনের সঙ্গে সংহতি জানানো হবে।

সচেতন শিক্ষার্থীদের ব্যানারে ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের নেতৃত্বে মিছিল

এর সত্যতা পাওয়া যায় বেলা ১২ টার দিকে ঢাবি ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা যখন তাদের সংহতি জানাতে আসেন।

ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান এই আন্দোলনে সংহতি জানিয়ে বলেন, গত ৮-১০ বছরে একদিনের জন্যও এই বিশ্ববিদ্যালয় বন্ধ হয়নি। সেশনজট এখন নেই বললে চলে ৷ সেখানে এই বিশ্ববিদ্যালয়কে অস্থিশীল করার লক্ষ্যে কিছু বাম নেতা ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অযোক্তিক আন্দোলন করে যাচ্ছে ৷ বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হলেন উপাচার্য। যখন তার ওপর হামলা হয়, তখন সাধারণ শিক্ষার্থীরা ঘরে বসে থাকবে না ৷ তারাও রাজপথে নামবে ৷

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। পরে এই আন্দোলনে ছাত্রীদেরকে উত্ত্যক্ত করা ও নিপীড়ন করার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। ছাত্রলীগের এমন নিপীড়নের বিরুদ্ধে শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার উপাচার্যকে সাধারণ শিক্ষার্থীরা অবরুদ্ধ করলে আবারও ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা ও লাঞ্ছিত করেছে বলে অভিযোগ ওঠেছে।

 

 

/আরএআর/এসআইআর/ টিএন/
সম্পর্কিত
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা