X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

যাত্রী না হয়েও থাই এয়ারওয়েজের ফ্লাইটে পুলিশের এসআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:৩৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:৩৩

থাই এয়ারওয়েজ (ছবি: সংগ্রহীত) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের ব্যাংককগামী একটি ফ্লাইটের (টিজি-৩৪০) যাত্রী না হয়েও উড়োজাহাজে উঠে পড়েছিলেন পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)। যাত্রীদের নিয়ে উড়োজাহাজটি পুশ কার্ট দিয়ে বোডিং ব্রেজ থেকে সরিয়ে উড্ডয়নের জন্য এগুলে সেই পুলিশ অফিসার তাকে নামিয়ে দেওয়ার জন্য কেবিন ক্রুদের অনুরোধ করেন। তখন সেই ফ্লাইটের ক্যাপ্টেন যাত্রী না হয়েও বিমানবন্দরের ইমিগ্রেশন ও গ্রিন চ্যানেল পার হয়ে উড়োজাহাজে উঠে পড়ায় নিরাপত্তার ঝুঁকির উল্লেখ করে সেই ফ্লাইট নিয়ে যাবেন না বলে জানান। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, পুলিশের সেই এসআই –এর নাম আশিকুর রহমান। মামীকে থাই এয়ারওয়েজের ব্যাংককগামী ফ্লাইটে এগিয়ে দিতে উড়োজাহাজ উঠে পড়েন তিনি। ব্যাংককগামী ফ্লাইটটি (টিজি-৩৪০) যাত্রী নিয়ে রাত ২টায় ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল। রাত ১টা ৪৫ মিনিটের দিকে সব যাত্রীদের আসনে বসিয়ে উড়োজাহাজ উড্ডয়নের প্রস্তুতি নিতে গেলে এসআই আশিকুর রহমান জানান তিনি যাত্রী নন, কেবিন ক্রুদের তিনি অনুরোধ জানান তাকে নামিয়ে দেওয়ার জন্য।
একটি এয়ারলাইন্সের কর্মকর্তা জানান, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইকাও) নিয়ম অনুসারে যাত্রী এবং ফ্লাইটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ছাড়া কোনও যাত্রীর স্বজন বা ব্যক্তি উড়োজাহাজে উঠতে পারবেন না। একই সঙ্গে ফ্লাইটের দায়িত্বে নিয়োজিত পাইলট, কেবিন ক্রু, প্রকৌশলী ছাড়া কোনও ব্যক্তি বা যাত্রী ইউনিফরম পরে আকাশ পথে ভ্রমণ করতে পারবেন না।
সূত্র আরও জানায়, যাত্রী না হয়েও উড়োজাহাজে পুলিশের সেই এসআই থাকায় পুনরায় উড়োজাহাজটি বোর্ডিং ব্রিজে ফেরত আনা হয়। সেই ফ্লাইটের পাইলট নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ফ্লাইটটি ছেড়ে যেতে অস্বীকৃতি জানান। সেই পুলিশ কর্মকর্তা আশিকুর রহমানকে সিভিল এভিয়েশন ও ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুনরায় তল্লাশি করে পাইলটে ফের ফ্লাইট নিয়ে যেতে অনুরোধ করেন সিভিল এভিয়েশনের কর্মকর্তারা।

সূত্র জানায়, বিমানবন্দরে মামীর বোডিং পাস ইস্যুর পর ইমিগ্রেশন পুলিশের নিজের ব্যাচমেটদের সহায়তায় যাত্রী না হয়েও গ্রিন চ্যানেলে ঢুকে পড়েন এসআই আশিকুর। পুলিশ পরিচয় দিয়ে একই ভাবে গ্রিন চ্যানেল পার হয়ে উড়োজাহাজে ওঠার আগে চেকিং পয়েন্টে পার হয়ে হোল্ডিং লাউঞ্জে গিয়ে অবস্থান নেন। উড়োজাহাজের প্রবেশ পথে থাই এয়ারওয়েজের কর্মীদের চোখ ফাঁকি দিয়ে উড়েজাহাজে উঠে পড়েন আশিকুর। উড়োজাহাজ ছাড়ার আগ মুহূর্তে পাইলটের ঘোষণার সময়ও নিরব ছিলেন আশিকুর। উড্ডয়নের আগ মুহূর্তে তিনি উড়োজাহাজে থেকে নামিয়ে দেওয়ার জন্য কেবিন ক্রুদের অনুরোধ করেন।
এ প্রসঙ্গে একটি এয়ারলাইন্সের কর্মকর্তা বলেন, যাত্রীরা উড়োজাহাজে ওিঠার আগে কয়েকটি ধাপ পেরিয়ে আসতে হয়। পাসপোর্ট, বোডিং পাসসহ প্রয়োজনীয় কাগজপত্র,তল্লাশি ছাড়া কারও ইমিগ্রেশনই পার হওয়ার কথা নয়। যাত্রী না হয়ে ইমিগ্রেশন পার হয়ে বোডিং ব্রিজে হয়ে উড়োজাহাজ প্রবেশের কোনও সুযোগ নেই। দায়িত্বরত কর্মকর্তাদের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে।
এ প্রসঙ্গে শাহজালাল বিমানবন্দরের এক উপ পরিচালক বলেন, ‘ঘটনাটির ইমিগ্রেশন পুলিশ তদন্ত করবে। একই সঙ্গে বিমানবন্দরের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে জানানো হবে।’

/সিএ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ