X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ঢাবিতে শুরু হলো ২য় জাতীয় গম্ভীরা উৎসব

ঢাবি প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২৫

গম্ভীরা পরিবেশন করছে একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের বকুল তলায় দ্বিতীয় বারের মতো শুরু হলো 'জাতীয় গম্ভীরা উৎসব ২০১৮'। দুই দিনের এ আয়োজন শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে।

আয়োজনের প্রথমদিন 'চাঁপাই গম্ভীরা', 'লোক গম্ভীরা', 'সঙ্গীতা চাঁপাই গম্ভীরা দল', 'নবাব গম্ভীরা দল' ও 'রসকস গম্ভীরা দল’ পরিবেশন করে পাঁচটি আলাদা গম্ভীরা। নানা-নাতির হাস্য-রসাত্মক কথোপকথন আর সূক্ষ্ম সমালোচনার মধ্য দিয়ে এসব গম্ভীরায় বর্তমান সরকারের উন্নয়ন যাত্রা, সমাজের বিভিন্ন অসঙ্গতি ও চাঁপাইনবাবগঞ্জের মানুষের চাওয়া-পাওয়া তুলে ধরা হয়।

শনিবার আরও পাঁচটি দল গম্ভীরা পরিবেশন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এটিএম ফজলে কবির এবং অধ্যাপক মমতাজউদদীন আহমদ। সভাপতিত্ব করেন গম্ভীরা উৎসবের আয়োজক 'দিয়ার'-এর সভাপতি মুখলেসুর রহমান মুকুল।

অনুষ্ঠানে গম্ভীরায় বিশেষ অবদান রাখা 'কুতুবুল আলম পরিবারের' সদস্য সুজাতুল কল্লোল গম্ভীরাকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়। এ ছাড়া রোজিনা আক্তার রীতা গম্ভীরার প্রচার ও প্রকাশের জন্য সবাইকে আহ্বান জানানো হয়।

সাবেক বিচারপতি এটিএম ফজলে কবির বলেন, ‘গম্ভীরা শুধু শোনার জন্য নয়, এর অর্ন্তনিহিত অর্থ আছে। গম্ভীরা সাধারণ মানুষের অভাব অভিযোগ তুলে ধরে।’

মুখলেসুর রহমান মুকুল বলেন, ‘গম্ভীরা কোনও আদেশ মানে না। তাই এর ওপর কোনও সেন্সরশিপও খাটে না। গম্ভীরা রাজনীতি, সমাজ ও ধর্মের অবক্ষয় তুলে ধরে এবং স্টেজেই তার সমাধান দেয়। এই কারণেই গম্ভীরা অন্য সব লোকসংগীতের চেয়ে আলাদা।’

/এসআইআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?