X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘দেশের প্রায় ২ কোটি লোক কিডনি রোগে আক্রান্ত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৮, ২৩:১৮আপডেট : ০৮ মার্চ ২০১৮, ২৩:২৭

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার

দেশের প্রায় ২ কোটি লোক কোনও না কোনও কিডনি রোগে আক্রান্ত। বৃহস্পতিবার (৮ মার্চ) বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ তথ্য জানিয়েছেন। বক্তারা বলেন, ‘বাংলাদেশের প্রায় ২ কোটি লোক কোনও না কোনও কিডনি রোগে আক্রান্ত। পুরুষদের তুলনায় নারীদের কিডনি রোগ বেশি হয়।’

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস), রেনাল অ্যাসোসিয়েশন ও কিডনি ফাউন্ডেশন যৌথভাবে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ আলোচনা সভার আয়োজন করেছে। 

এসময় কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা.এম এ সামাদ বলেন, ‘বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায় নারীদের মধ্যে কিডনি রোগের আধিক্য পুরুষদের তুলনায় বেশি। পক্ষান্তরে চিকিৎসাক্ষেত্রে তারা অবহেলিত। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে নারীদের চিত্র মূল্যায়ন করা হলে দেখা যায়, তারা এখনও অনেক পিছিয়ে। পারিবারিক আয়ে সরাসরি নারীর অবদান কম থাকার জন্য নারীদের রোগ গোপন রাখার প্রবণতা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘কিডনি বিকলের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তাই এদেশের শতকরা ১০ জন রোগী এ চিকিৎসা চালিয়ে যেতে পারে না। অর্থাভাবে চিকিৎসাহীন থেকে অকালে প্রাণ হারান সিংহভাগ রোগী। কিন্তু একটু সচেতন হলেই ৫০ থেকে ৬০ ভাগ ক্ষেত্রে কিডনি বিকল প্রতিরোধ করা সম্ভব। এজন্য প্রয়োজন প্রাথমিক অবস্থায় কিডনি রোগের উপস্থিতি ও এর কারণ শনাক্ত করে তার চিকিৎসা করা।’

কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন অর রশিদ বলেন, ‘কিডনি রোগ সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে এবং অ্যাওয়ারনেসের আওতায় এনে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।’

আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘নারীকে স্বাবলম্বী করতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে। বর্তমান সরকার নারীকে গুরুত্ব দিচ্ছে। ১৬ হাজার কমিউনিটি সেন্টারগুলোতে যদি প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকে তবে নারীরা বেশি সুবিধা পাবে।’

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল আলম।

 

/টিওয়াই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ