X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নেপালে বিমান দুর্ঘটনায় আহত কবির হোসেন ঢাকায় ফিরেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৮, ১৮:৫১আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৮:৫৫

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল নেপাল থেকে আহত আরও একজন ঢাকায় ফিরেছেন। তার নাম কবির হোসেন (৫৩)। তিনিসহ এই পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে সাত জন ভর্তি রয়েছেন। নেপাল ফেরত সাত জনের মধ্যে দুই জনের অবস্থা সংকটাপন্ন। তারা হলো শাহীন ব্যাপারী ও শাহরিন আহামেদ।

সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার (২১ মার্চ) তাদের অপারেশন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা.সামন্ত লাল সেন। সোমবার (১৯ মার্চ) বিকালে বার্ন ইউনিটের কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা জানান।

আজ নেপাল থেকে আসা কবির হোসেন সম্পর্কে তিনি বলেন, ‘তার দুই পায়ের হাড় ভেঙ্গে গেছে। ডান পায়ের দুইটি হার ভাঙ্গা ও বাম পায়েও ভাঙ্গা রয়েছে। বুকে আঘাত রয়েছে। মেইনলি তার অর্থোপেডিক সম্যসা। এছাড়া পায়ের মাংস বের হয়ে যাওয়ায় তার প্লাস্টিক সার্জারিও করা লাগবে।’

শাহীন ব্যাপারীর প্রসঙ্গে ডা.সামন্ত লাল সেন বলেন, ‘ব্যান্ডেজ খোলার পর দেখিছি, তার ৩২ শতাংশ ডিব বার্ন রয়েছে। তিনি বেশি ক্রিটিক্যাল। তাকে ও শাহরিনকে ক্লোজ অবজার্ভেশনে রাখতে হবে।’ 

এদিকে নেপাল থেকে ফিরে আসা মেডিক্যাল টিমের প্রধান সহযোগী অধ্যাপক ডা. লুৎফর কাদের লেনিন বলেন, ‘আমরা নেপাল যাওয়ার পর আহত ৮ জনকে পেয়েছি, এদের মধ্যে ইমরানা কবিরের অবস্থা ক্রিটিক্যাল ছিল। তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। তার ও ডা. রেজোয়ানের সিঙ্গাপুরের হাসপাতালে  চামড়া লাগানো হয়েছে। তাদের এটা দরকার ছিল। আহত কবিরের বিষয় তিনি বলেন, ‘তার ফ্যাকচারের কারণে শরীরে জ্বর চলে এসেছে, তবে তা ঠিক হয়ে যাবে।’

নেপাল ফেরত আরেক চিকিৎসক, বার্ন ইউনিটে আবাসিক সার্জন হোসাইন ঈমাম বলেন, ‘নেপালের চিকিৎসকরা রোগীর আত্মীয়ের জন্য অপেক্ষা না করে তাৎক্ষণিক চিকিৎসা দিয়েছে, এজন্য আমরা মুগ্ধ, তাদেরকে ধন্যবাদ জানাই।’ 

মালদীপের নাগরিক আহত ছিলেন,তিনি ঢাকায় ফিরে এসেছেন। এখন বাসায় আছেন। প্রয়োজন হলে আমাদের এখানে চিকিৎসা নিতে আসবেন। নেপালে রাগিব-রাবেয়া মেডিক্যালের দুই জন শিক্ষার্থী অসুস্থ অবস্থায় আছে। তাদের মধ্যে একজনের অবস্থা স্থিতিশীল, অন্যজনের অবস্থা সংকটজনক। তাকে আগামীকাল দিল্লি নিয়ে যাবে।’

/এআইবি/এনআই/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু