X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে প্রতিবন্ধী শিশুদের: ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি
২১ মার্চ ২০১৮, ১৮:৫২আপডেট : ২১ মার্চ ২০১৮, ২১:৪৫

ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ প্রকাশিত ‘ডাউন সিনড্রোম ভয়েস’-এর তৃতীয় সংখ্যার মোড়ক খুলেছেন ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ডাউন সিনড্রোম শিশুসহ সব প্রতিবন্ধী শিশুকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ বিষয়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য তার। বুধবার (২১ মার্চ) বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব উল্লেখ করেন তিনি।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, শরীরে ক্রোমোজমের একটি বিশেষ অবস্থার কারণে শিশুরা ডাউন সিনড্রোমের মতো প্রতিবন্ধকতার শিকার হয়। এ ধরণের শিশুকে অবহেলা না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের প্রতি যত্নশীল ও দায়িত্বশীল হতে হবে। ডাউন সিনড্রোম শিশুদের পিতামাতাকে সমর্থন ও সহযোগিতা করতে হবে।

ডাউন সিনড্রোম বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় বুধবারের অনুষ্ঠানে দেশের আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ প্রকাশিত ‘ডাউন সিনড্রোম ভয়েস’-এর তৃতীয় সংখ্যার মোড়ক খোলা হয়েছে। ডাউন সিনড্রোম শিশুদের পরিবেশনায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান সরদার এ রাজ্জাক। ঢাকা বিশ্ববিদ্যালয় যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাকিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. সরদার এ. নাঈম, আমদা ইন্টারন্যাশনাল জাপানের প্রোগ্রাম কো-অর্ডিনেটর কাজুকো তাকেতানি প্রমুখ।

ঢাবি যোগাযোগ বৈকল্য বিভাগ, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ও আমদা বাংলাদেশের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়। এর অংশ হিসেবে বুধবার সকালে ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বর থেকে বের হয় শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন ঢাবি উপাচার্য।

/জেএইচ/
সম্পর্কিত
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত