X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঢামেকে চিকিৎসাধীন শিশুসন্তান, সহায়তা চান বাবা

তাসকিনা ইয়াসমিন
২৩ মার্চ ২০১৮, ০২:২৪আপডেট : ২৩ মার্চ ২০১৮, ০২:৩২

ঢামেকে তানিয়ার সঙ্গে তার মা-বাবা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি আছে সাত মাসের শিশু তানিয়া আক্তার। তার চিকিৎসার জন্য হাসপাতালে মানুষজনের কাছে সাহায্য চাইছেন বাবা মো. ছলেমান মিয়া।

পেশায় হকার এই বাবা মেয়েকে নিয়ে হাসপাতালে পড়ে থাকায় উপার্জনের পথও বন্ধ। পরিবার কীভাবে চলবে তা নিয়ে উদ্বিগ্ন তিনি। চিকিৎসকরা বলছেন, নিয়ম অনুযায়ী সম্পূর্ণ ফ্রি চিকিৎসা হবে মেয়েটির। গত ৩ মার্চ থেকে মেয়েটিকে নিয়ে ঢাকা মেডিক্যালে আছেন ছলেমান মিয়া।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘আমি গাজীপুরে পপকর্ন বিক্রি করতাম। আমার তিন ছেলে মেয়ে, তুহিন (১৪) ও  তামিম (৬) এবং তানিয়া (৭ মাস)। ছোট মেয়েটার জন্মের পর দেখি ওর ঠোঁট কাটা। এরপর ওকে প্রথম দিনই নোয়াখালী মেডিক্যালে নিয়ে গেছি। সেখানকার চিকিৎসকরা বলেছেন, ৬-৭ মাস পরে আসবেন। আমি অনেক দিক ঘুরে ঢাকা মেডিক্যালে গত ৩ মার্চ মেয়েকে ভর্তি করেছি।’

তিনি বলেন, ‘প্রথমে ঢাকায় ওকে আমি কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাই, এরপর সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে পাঠায়। সবশেষে ঢাকা মেডিক্যালে আসি। এখানে প্রথমদিন পাঁচ ঘন্টা বহির্বিভাগে কেটেছে। পরে টিকেট কেটে আমার মেয়েকে পাঁচ তলায় ভর্তি নিয়েছে। এখন আমার হাতে একটা টাকাও নাই। আল্লাহ ছাড়া সাহায্য করার আর কেউ নেই।’

তিনি বলেন, ‘হাসপাতালে কত টাকা খরচ হবে তার কিছুই জানি না। হাসপাতাল থেকে মেয়ের জন্য খাবার দেয় কিন্তু আমরা স্বামী-স্ত্রী থাকি আমাদের জন্য তো কোনও খাবার দেয় না। আমি কোনও আয়ও করতে পারছি না। এতে আমরা খুব বিপদে আছি।’

এ প্রসঙ্গে বার্ন ইউনিটের ক্লেফট কো-অর্ডিনেটর ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান বলেন, ‘আমরা চিকিৎসকরা রোগীদের ব্যক্তিগতভাবে অনেক সহায়তা করে থাকি। এগুলো সবসময় গণমাধ্যমে আসে না। এই শিশুর চিকিৎসা নিয়ম অনুযায়ী সম্পূর্ণ ফ্রি করা হবে। তার সঙ্গে আমাদের টানা ১৩-১৪ বছর পর্যন্ত যোগাযোগ থাকবে।’

তিনি বলেন, ‘শিশুটির মা-বাবা যদি আর্থিক অস্বচ্ছলতা বা অন্য কোনও অসুবিধায় ভোগেন, তারা তা আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব সমাধান করার।’

তিনি জানান, শিশুটির শিগগিরই অপারেশনের তারিখ দেওয়া হবে। অভিজ্ঞ সার্জনের মাধ্যমে তার অপারেশন করা হবে।

ছলেমান মিয়ার পরিবারকে সহায়তা করতে চাইলে তার মোবাইল বিকাশ নম্বর: ০১৬১৮৫৩২৫৩৬.

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ