X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঢাবির ৭ বিভাগের দেড় হাজার শিক্ষার্থীর জন্য নেই কোনও ক্যান্টিন

সিরাজুল ইসলাম রুবেল
২৭ এপ্রিল ২০১৮, ০৬:১৭আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ০৬:২৬

 


কাজী মোতাহার হোসেন ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কাজী মোতাহার হোসেন ভবনে সাতটি বিভাগের ক্লাস হয়।এসব বিভাগের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় দেড় হাজার। কিন্তু তাদের জন্য একটি ক্যান্টিনের ব্যবস্থাও রাখেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কাজী মোতাহার হোসেন ভবনে আইন বিভাগ, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ, রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, পরিসংখ্যান বিভাগ, ভূগোল ও পরিবেশ বিভাগ, সমুদ্র বিজ্ঞান বিভাগ এবং আবহাওয়া বিজ্ঞান বিভাগের ক্লাস হয়।
এসব বিভাগের সাধারণ শিক্ষার্থীদের খাবার খেতে হলে যেতে হয় বিশ্ববিদ্যালয়ের অন্যস্থানে। ফলে দীর্ঘদিন ধরে বিড়ম্বনা ভোগ করতে হচ্ছে তাদের।
অনেকদিন ধরে তারা প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসলেও কোনও কাজ হয়নি। একাধিকবার এ নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনও করেছেন। কিন্তু কর্তৃপক্ষের আশ্বাসেই কেটে গেছে অনেক দিন।
এ বিষয়ে আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুর হোসেন নয়ন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ভবনে সাতটি বিভাগের ক্লাস অনুষ্ঠিত হয়। কিন্তু কোনও ক্যান্টিন নেই। ফলে আমাদের খাবার খেতে হলে অনেক দূরে যেতে হয়। এতে করে আমাদের অনেক অসুবিধা ভোগ করতে হচ্ছে। কর্তৃপক্ষের কাছে অনেক বার দাবি জানালেও তারা শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছেন।'
আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আমরা ইতিবাচকভাবে দেখছি। এ ব্যাপারে উপাচার্য মহোদয় বরাবর শিগগিরই চিঠি পাঠাবো। এক্ষেত্রে স্থান নির্ধারণেরও একটা বিষয় আছে। আমরা বিষয়টি আমলে নিচ্ছি।’
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি তো বিষয়টি জানি না। তাছাড়া এসব বিষয় দেখার দায়িত্ব হলো ওইসব অনুষদের ডিনদের। তারা এ বিষয়ে কী ব্যবস্থা নেবেন, এটা তাদের সিদ্ধান্ত।’

 

/এইচআই/
সম্পর্কিত
কুমিল্লার স্কুলে স্কুলে ‘পানির ঘণ্টা’ চালুর নির্দেশ
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সর্বশেষ খবর
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড