X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ভিসির বাসায় হামলার ঘটনায় আটক ৪ জনকে নাশকতা মামলায় গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৮, ২০:৩৮আপডেট : ০৮ মে ২০১৮, ২০:৫৮

আন্দোলনের সময় আগুন জ্বালানোর দৃশ্য (ফাইল ছবি)

কোটা সংস্কার আন্দোলনের সময় ‘নাশকতা ও ভাঙচুরের অভিযোগে’ শাহবাগ থানায় দায়ের করা মামলায় চার আসামিকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা পৃথক মামলায় আগেই তাদের গ্রেফতার করা হয়েছিল।  

আসামিরা হলো- রাকিবুল হাসান ওরফে রাকিব, আলী হোসেন শেখ ওরফে আলী, মাসুদ আলম ওরফে মাসুদ ও আবু সাঈদ ফজলে রাব্বি ওরফে সিয়াম। তারা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। মাসুদ নামে গ্রেফতার হওয়া যুবক আলম ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র। অন্য তিনজন কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র নয়। গ্রেফতারকৃত রাকিবের নামে বরিশাল ও লক্ষ্মীপুরে ৫টি মামলা রয়েছে গোয়েন্দারা জানিয়েছেন।

মঙ্গলবার (৮ মে) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী আটক চার আসামিকে ‘কোটা সংস্কার আন্দোলনের সময় শাহবাগ থানায় দায়ের করা নাশকতা ও ভাঙচুর’-এর মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক গোলাম নবী আবেদন মঞ্জুর করেন।

একই সঙ্গে আসামিদের সাত দিনের রিমান্ড চেয়েও আবেদন করেন এই মামলার তদন্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী। তবে রিমান্ড বিষয়ে শুনানির জন্য আদালত ১০ মে দিন ধার্য করেছেন।

এর আগে, ২৯ এপ্রিল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন চানখারপুল এলাকা থেকে এই চার আসামিকে গ্রেফতার করে পুলিশ। কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাঙচুরের মামলায় ওই দিনই মাসুদ আলম ওরফে মাসুদ ও আবু সাঈদ ফজলে রাব্বি ওরফে সিয়ামের দু’দিন, আলী হোসেনের তিনদিন এবং রাকিবুলের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলার রিমান্ড শেষে চার আসামি কারাগারে থাকা রয়েছে। এরপর, শাহবাগ থানায় দায়ের করা ‘কোটা সংস্কার আন্দোলনের সময় নাশকতা ও ভাঙচুর মামলায়’ তাদের রিমান্ড চেয়েছে পুলিশ।

উল্লেখ্য, ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলন চলাকালে আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে টায়ার ও আসবাবপত্র জ্বালানোসহ নাশকতা এবং পুলিশকে মারধর ও কর্তব্য কাজে বাধা দেয় মর্মে শাহবাগ থানার পুলিশের উপপরিদর্শক ভজন বিশ্বাস বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

আন্দোলন চলাকালে উপাচার্যের বাসায় হামলার ঘটনাসহ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে মোট চারটি মামলা দায়ের করা হয়। 

 

/টিএইচ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
বজ্রাঘাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় কারিগরি ত্রুটি, দীর্ঘ যানজট
বজ্রাঘাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় কারিগরি ত্রুটি, দীর্ঘ যানজট
স্যালাইনের দাম না বাড়াতে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
স্যালাইনের দাম না বাড়াতে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
শরীয়তপুরে আগুনে পুড়লো ৯ দোকান, ক্ষতি দুই কোটি টাকা
শরীয়তপুরে আগুনে পুড়লো ৯ দোকান, ক্ষতি দুই কোটি টাকা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র