X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ঢাকা ট্রিবিউনের কর্মকর্তার মৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৮, ১২:১২আপডেট : ২২ মে ২০১৮, ১৩:৩২

নাজিম উদ্দিন

সড়ক দুর্ঘটনায় নিহত ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ নাজিম উদ্দিনের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

১০ দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বিআরটিএ চেয়ারম্যান ও এমডি, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার, শ্রাবণ ও মনজিল পরিবহনের মালিকসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে মঙ্গলবার (২২ মে) বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।

আদালতে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে আনেন অ্যাডভোকেট ব্যারিস্টার গোলাম মোস্তফা।

পরে গোলাম মোস্তফা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ঢাকা ট্রিবিউনের কর্মকর্তা নাজিম উদ্দিনের মৃত্যুর খবর বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। পরে ওই ঘটনায় বিবেকের তাড়নায় এবং ন্যায়ের স্বার্থে প্রতিবেদনগুলো আদালতের নজরে আনি।’

তিনি আরও বলেন, ‘শুনানিকালে আদালত জানতে চেয়েছিলেন, এর আগে তো তিতুমীর কলেজের ছাত্র রাজিবের হাসানের ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছিলাম। সে বিষয়টি আপিলে স্থগিত চাওয়া হয়েছে। তার আদেশের কী হলো?’

গোলাম মোস্তফা বলেন, ‘এরপর আদালতকে জানাই, রাজিব হাসানের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে একটি স্বাধীন নিরপেক্ষ কমিটি গঠনে হাইকোর্টের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই কমিটিকে দায়ীদের চিহ্নিত করা ও তাদের দায় নির্ধারণের মাধ্যমে আগামী ৩০ জুনের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এছাড়া, সেই প্রতিবেদনের আলোকে রাজিবের দুই ভাইকে হাইকোর্ট থেকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।’

তখন আদালত বলেন, ‘রাজিবের ক্ষেত্রে যে আদেশ দিয়েছিলাম, এক্ষেত্রেও সেই আদেশই দিলাম।’

উল্লেখ্য, গত ১৭ মে (বৃহস্পতিবার) রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের ওপরে বাসের ধাক্কায় ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা নাজিম উদ্দিন (৩২) নিহত হন।

আরও পড়ুন: 


সড়ক দুর্ঘটনায় ঢাকা ট্রিবিউনের কর্মকর্তার মৃত্যু

ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তার মৃত্যু ঘটনায় বাস জব্দ, আটক ২

 

/বিআই/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা