X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘কোটার দরকার নেই, আমরা আমাদের পিতাদের সম্মান চাই’

ঢাবি প্রতিনিধি
২৩ মে ২০১৮, ১৯:৩৭আপডেট : ২৩ মে ২০১৮, ২০:৫০

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটার সপক্ষে মুক্তিযোদ্ধাদের সন্তানদের প্রতিবাদ মিছিল

কোটা ইস্যুতে মুক্তিযোদ্ধাদের সম্মানকে ভূলুণ্ঠিত না করার আহ্বান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও নৌপরিবহনমন্ত্রীর ছেলে আসিফুর রহমান খান। তিনি বলেছেন, ‘কোটা সম্মানের জায়গা। মুক্তিযোদ্ধাদের যুদ্ধ পরবর্তী পুনর্বাসনের জন্য এবং তাদের সম্মান দেওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি চাকরিতে কোটার ব্যবস্থা করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী সেই কোটা বাতিল করেছেন। আমাদের কোনও কোটার দরকার নেই। আমরা আমাদের পিতাদের সম্মান চাই।’

আজ বুধবার (২৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘মুক্তিযুদ্ধের চেতনায় রক্তস্নাত স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য আমরা ঐক্যবদ্ধ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ।

আসিফুর রহমান খান বলেন, যারা কোটাবিরোধী আন্দোলন করছে, তাদের বিরুদ্ধে আমাদের কোনও ক্ষোভ নেই। আমাদের পিতারা ১০ হাজার টাকা ভাতা কিংবা কোটার জন্য যুদ্ধে যায়নি। তারা এদেশের শান্তির জন্য যুদ্ধে গিয়েছিলেন। কিন্তু এখন যারা কোটাবিরোধী আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা স্বাধীনতায় বিশ্বাস করে না। আদর্শহীন শিক্ষার কোনো দাম নেই। যাদের মধ্যে কোনও আদর্শ নেই তাদের শিক্ষা সমাজের কোনও উপকারে আসে না।’

তিনি কোটা সংস্কার আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে আরও বলেন,‘এ আন্দোলনের মাধ্যমে  সরকারের প্রতি মানুষের মনোভাব পরীক্ষা করতে চেয়েছিল বিএনপি-জামায়াত। এরই অংশ হিসেবে তারা কোটা সংস্কার আন্দোলনে বিপুল অর্থ বিনিয়োগ করেছে। যখন এটা মানুষ বুঝতে পারলো, তখন তারা এদের বর্জন করল। এখন তাদের সমাবেশে মানুষ কম হয়, যেখানে আগে তাদের সমাবেশে হাজার হাজার মানুষ হতো। এখন তারা অল্প সংখ্যক মানুষ নিয়ে আন্দোলন করে ।’

অনুষ্ঠিত সমাবেশ থেকে ৬ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো- ১. কোটা সংস্কারের নামে হত্যার গুজব ছড়িয়ে উস্কানি দিয়ে দেশে অরাজকতা, নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২. জামাত-শিবির, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধী ব্যক্তি ও দলের সন্তানদের সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ করতে হবে। ৩. জামাত-শিবির ও স্বাধীনতাবিরোধী যারা সরকারি চাকরিতে বহাল থেকে দেশের উন্নয়ন ব্যাহত করছে ও সরকারবিরোধী নানা চক্রান্তে লিপ্ত রয়েছে তাদের চিহ্নিত করে চাকরি হতে অব্যাহতি দিতে হবে। ৪. যুদ্ধাপরাধীদের সব স্থাবর অস্থাবর সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করতে হবে। ৫.২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে যারা পুড়িয়ে, পিটিয়ে, কুপিয়ে অসংখ্য মানুষ হত্যা করেছে এবং আগুন সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে যারা বেসরকারি ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে বিশেষ ট্রাইবুনাল গঠন করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। ৬. মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্নকারী, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে কটাক্ষকারীদের বিরুদ্ধে পাশ্চাত্যের হলোকাস্ট বা জেনোসাইড ডিনায়েল ‘ল’ এর আদলে আইন প্রণয়ন করে বিচারের ব্যবস্থা করতে হবে।

মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম পরিষদের সমন্বয়ক কাজী রুবেলের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ খান, ঢাবি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়। পরে শাহবাগের প্রজন্ম চত্বরের সামনে গিয়ে শেষ হয়।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ