X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বাসচাপায় ইসমাইলের থেঁতলানো পায়ের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি, অভিযাগে পরিবারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৮, ০১:৪৫আপডেট : ২৪ মে ২০১৮, ০১:৪৮

বাসচাপা

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসচাপায় অনাবিল পরিবহনের চালক ইসমাইল হোসেনের (৪৫) থেঁতলে যাওয়া পা কেটে ফেলতে হবে নাকি পা রেখেই চিকিৎসা চালিয়ে যাওয়া যাবে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে পরিবারসূত্রে জানা গেছে। বুধবার (২৪ মে) রাতে ইসমাইল হোসেনের ভাগ্নে সজিব আহমেদ বলেন, ‘চিকিৎসকরা প্রথমে বলেছিলেন পা কেটে ফেলে দিতে হবে। কিন্তু এরপর এখন পর্যন্ত আর কোনও সিদ্ধান্ত হয়নি।’ 

মঙ্গলবার রাতে দুর্ঘটনার পর দু’টি হাসপাতাল ঘুরে এখন রাজধানীর জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-তে ভর্তি আছেন ইসমাইল। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

আহত ইসমাইলের বোন রানু বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভাই মঙ্গলবার রাতে ডিউটি শেষে ফেরার পথে বাসচাপায় তার এক পা থেঁতলে যায়। আমরা প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে তাকে দেখার পর সেখানকার চিকিৎসকরা তাকে হৃদরোগ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলে। হৃদরোগ হাসপাতালের চিকিৎসকেরা তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে আনতে বলায় আমরা তাকে এখানে নিয়ে আসি। উনারা আমার রোগীকে ফেলে রেখেছে। পা কেটে ফেলে দেওয়ার কথা বলছে। আমরা চিৎকার করে কথা বলায় ওরা পায়ে কিছুটা ব্যান্ডেজ করে রেখে দিয়েছে। এরপর আর কিছু করেনি।’

তিনি আরও বলেন, ‘এখানকার চিকিৎসকরা তাকে এখন পর্যন্ত (বুধবার বিকাল ৪টা) তেমন কিছু করেনি। তারা কাগজে সই দিতে কয়। কয় যে, পা কাইট্যা ফেলতে হইবো। আমরা বুঝি না কী করা উচিত। রোগী নিয়ে বসে আছি।’

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর রাইদা পরিবহনের বাসের চাপায় বাম পা থেঁতলে যায় ইসমাইল হোসেনের। 

এ ব্যাপারে জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর’র পরিচালক ডা. গণি মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।



/টিওয়াই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক থানা থেকে দুই এসআই তিন এএসআই ও এক কনস্টেবলকে প্রত্যাহার
এক থানা থেকে দুই এসআই তিন এএসআই ও এক কনস্টেবলকে প্রত্যাহার
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
করুণ ব্যাটিংয়ে আবার বাংলাদেশের বড় হার
চতুর্থ নারী টি-টোয়েন্টিকরুণ ব্যাটিংয়ে আবার বাংলাদেশের বড় হার
৬০ শতাংশ গাড়িচালক বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন
ঢাকা আহছানিয়া মিশনের প্রতিবেদন৬০ শতাংশ গাড়িচালক বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া