X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সেই তরুণীদের খুঁজে পেয়েছে পুলিশ, ধর্ষণের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৮, ২০:৩১আপডেট : ১০ জুন ২০১৮, ২২:৫৫

থানায় আটক রনি  রাজধানীর কলেজ গেট এলাকায় গভীর রাতে যাদের চিৎকারে জনগণ মাহমুদুল হক রনিকে আটক করেছিল, সেই তরুণীদের খুঁজে পেয়েছে পুলিশ। ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর রবিবার (১০ জুন) দুপুরে তাদের থানায় নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজন বাদি হয়ে শেরেবাংলা নগর থানায় অপহরণ করে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। রবিবার বিকালে মামলা হয়েছে বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস।

তিনি বলেন, ‘অপহরণ করে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। অভিযোগকারীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। সেখানে থেকে পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হবে।’

থানায় রনির গাড়ি শনিবার মধ্যরাতে কলেজ গেট এলাকায় দুই তরুণীকে জোর করে প্রাইভেট কারে তুলে ধর্ষণের অভিযোগে মাহমুদুল হক রনি নামের একজনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। তবে পালিয়ে যায় গাড়ির চালক ফারুক। ঘটনার ১২ ঘণ্টা পর ভিকটিম দুই তরুণীকে খুঁজে বের করে পুলিশ। তাদের কাছে ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে মামলা দেওয়া হয়েছে।

মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ভিকটিমদের সঙ্গে কথা বলেছি। তাদের মধ্যে যিনি বাদি হয়েছেন তার দাবি, সংসদ ভবন সংলগ্ন খেজুর বাগান এলাকা থেকে শনিবার মধ্যরাতে তাদের জোর করে গাড়িতে তোলা হয়। এরপর গাড়িতেই একজনকে ধর্ষণ করা হয়। কলেজ গেটে আসার পর গাড়িতে থাকা এক তরুণী চিৎকার দিলে স্থানীয় জনগণের সহায়তায় তারা উদ্ধার হন।’

ওই রাতেই অভিযুক্ত মাহমুদুল হক রনিকে আটক করা হলেও ভিকটিম না পাওয়ায় জটিলতা সৃষ্টি হয় বলে জানান শেরেবাংলা নগর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে খুঁজে বের করে রবিবার দুপুর আড়াইটার দিকে দুই তরুণীকে থানায় নিয়ে আসা হয় বলে জানান শেরেবাংলা নগর থানার ওসি জিজি বিশ্বাস।

 

 

 

/আরজে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি সই
ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি সই
দেশের উন্নয়নের বিষয়টি বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
দেশের উন্নয়নের বিষয়টি বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
আরসার বিরুদ্ধে অভিযান নিয়ে যা বললো র‌্যাব
আরসার বিরুদ্ধে অভিযান নিয়ে যা বললো র‌্যাব
‘মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না’
‘মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না’
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প