X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

প্রতারকচক্র বটে!

শেখ জাহাঙ্গীর আলম
১৩ জুলাই ২০১৮, ০৩:১০আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১৪:১২

গ্রেফতার প্রতারক চক্রের সদস্যরা চাকরি দেওয়ার নামে কত অভিনব কায়দায় যে প্রতারণা করা যায়, তা হাতে-কলমে দেখিয়ে দিয়েছে একটি চক্র। এ চক্রের হোতারা প্রথমে কোনও কোম্পানির নামে করপোরেট এলাকায় অফিস নিতো; দামি দামি আসবাবপত্রে সাজানো-গোছানো অফিস। এ অফিসের কথিত মালিক-ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) চলাফেরা করতেন নতুন মডেলের চোখ ধাঁধানো গাড়িতে। অফিস স্টাফদের পোশাক-আশাক ভদ্রোচিত, চালচলনও মার্জিত। অফিস খোলার পরপরই কথিত কোম্পানির কার্যক্রম ও পণ্যের প্রচারের জন্য চালু করা হতো ওয়েবপেজ, যা ‘হাইলি ডেকোরেটেড’। এরপর ডিজিটাল মাধ্যম ও বিভিন্ন জাতীয় পত্রিকায় লোভনীয় বেতনের চাকরির বিজ্ঞাপন প্রচার করা হতো। সব শেষে চাকরি প্রার্থীদের কাছ থেকে ‘সিকিউরিটি মানি’ নেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে গা-ঢাকা দিতো ওই কথিত কোম্পানির সবাই।

গত ১১ জুলাই (বুধবার) রাতে রাজধানীর রমনা এলাকা থেকে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারকচক্রের মূলহোতাসহ ১৩ জনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম ইউনিট। প্রতারকচক্রের ওই ১৩ সদস্য সম্পর্কে এসব তথ্য জানিয়েছেন ভুক্তভোগী চাকরিপ্রার্থী ও সিআইডির তদন্ত কর্মকর্তারা।

ভুক্তভোগীরা জানান, জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে তারা আবেদন করেন। এরপর ওই কথিত কোম্পানির ডাকে চাকরি প্রত্যাশীরা তাদের অফিসে গিয়ে এর সাজসজ্জা, স্টাফ-এমডিদের বেশভূষা-চলাফেরা দেখে মুগ্ধ হন। সেই মুগ্ধতা থেকে কর্তৃপক্ষ চাকরি হওয়ার নিশ্চয়তা দেওয়ার পর ‘সিকিউরিটি মানি’ চাইলে তা নিঃসন্দেহে দিতেন চাকরি প্রত্যাশীরা।

সিআইডির তদন্ত কর্মকর্তারা জানান, ‘সানলাইট গ্রুপ অব কোম্পানি’র নামে প্রতারণা করে এই চক্রের সদস্যরা দীর্ঘদিন গা-ঢাকা দিয়ে ছিল। পরে নতুন করে করে তারা প্রতারণার ছক তৈরি করে। এর জন্য রমনা এলাকায় ‘ম্যাক্স ভিশন গ্রুপ অব কোম্পানি’ নামে বিলাসবহুল আরও একটি অফিস খুলে। এরপর যথারীতি জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। সবশেষে ফের চাকরি প্রত্যাশীদের কাছ থেকে ‘সিকিউরিটি মানি’র নামে টাকা হাতিয়ে নেওয়ার আগেই ধরা পড়ে।

সিআইডির তদন্ত কর্মকর্তারা আরও জানান, এ চক্রের মূলহোতাদের একজন আদনান তালুকদার ওরফে আল আমিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, ২০১২ সালে সে চাকরির জন্য একটি প্রতিষ্ঠানে আবেদন করে প্রতারিত হয়। এরপর সে নিজেই প্রতারণার পথ বেছে নেয়। প্রথমে ৪-৫ জন মিলে বিভিন্ন গ্রুপ অব কোম্পানির নামে প্রতারণা শুরু করে। এ সময় খালেদ মাহমুদ ওরফে সবুজ মিয়া কোম্পানির নামে ব্যাংক অ্যাকাউন্ড খোলে। আর খন্দকার মো. আলমগীর হোসেন ওরফে মাসুম ও জহুরুল হক নামে আরও দুজন সংবাদপত্রে চাকরির বিজ্ঞাপন দেয়। এরপর থেকে অন্য কাজের পাশাপাশি খালেদ মাহমুদ ওরফে সবুজ মিয়া ব্যাংকে অ্যাকাউন্ড খোলা এবং খন্দকার মো. আলমগীর হোসেন ওরফে মাসুম ও জহুরুল হক পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার কাজ করতো।

সিআইডি কর্মকর্তারা জানান, ফরচুন গ্রুপ অব কোম্পানি, রেক্সন গ্রুপ অব কোম্পানি, ম্যাক্স ভিশন গ্রুপ অব কোম্পানি, ইস্টার্ন গ্রুপ অব কোম্পানি, কেয়া গ্রুপ অব কোম্পানি, নেক্সাস গ্রুপ অব কোম্পানির নামে শত শত মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।

প্রতারণার শিকার গোপাল চন্দ্র দেবনাথ বলেন, ‘কথিত সানলাইট গ্রুপ অব কোম্পানিতে আমার জয়েনিং ছিল ১ মে। সেদিন আন্তর্জাতিক শ্রমিক দিবস ছিল। সেজন্য ওইদিন আমার অফিসে যাওয়া হয়নি। ২ মে শুক্রবার ছিল, সাপ্তাহিক ছুটি। ওই দিন অফিস থেকে জানানো হয়, ৩ ও ৪ মে আমি চাইলে ছুটি নিতে পারি। পরে ৫ মে আমি অফিসে গিয়ে দেখি বন্ধ। ৬ মে গিয়েও দেখি অফিস বন্ধ। সেদিন প্রতারিত হয়েছেন– এমন আরও ১৭ জনের সঙ্গে আমার দেখা হয়।’

তিনি আরও বলেন, ‘সেদিন আমরা সবাই মিলে হিসাব করে দেখি, আমাদের ১৭ জনের কাছ থেকে মোট ৫২ লাখ ৪১ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। পরে খোঁজ নিয়ে জেনেছি, আমরা কেবল ১৭ জনই নয়, আরও অনেকে প্রতারিত হয়েছেন। জয়েনিং লেটার পাওয়ার পর ওই কথিত কোম্পানির ফ্যাক্টরি দেখতে চেয়েছিলাম। তবে তারা তা দেখার অনুমতি দেয়নি।’

গোপাল চন্দ্র দেবনাথ বলেন, ‘গত ১১ মার্চ আমি একটি জাতীয় দৈনিকে সানলাইট গ্রুপ অব কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি দেখি। পরে ওই কথিত প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঢুকে তথ্য যাচাই-বাছাই করি। সেখানে সন্দেহ করার মতো কিছু পাইনি। তাই অনলাইনের মাধ্যমে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে আবেদন করি। গত ৮ এপ্রিল আমাকে ফোন করে ইন্টারভিউয়ের তারিখ জানানো হয়। সে অনুযায়ী ৯ এপ্রিল বিকাল ৪টার দিকে আমি ওই কথিত কোম্পানির অফিসে যাই। ইন্টারভিউ বোর্ডে থাকা পাঁচজন আমার সঙ্গে কথা বলেন। পরে ওইদিন সন্ধ্যায় ফোন করে আমাকে ডিএমডি পদে নির্বাচিত হওয়ার সংবাদ দেওয়া হয়।’

তিনি বলেন, ‘১০ এপ্রিল অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার জন্য আমাকে তারা আবার ডাকে। সেদিন তাদের অ্যাডমিন সেকশন থেকে বলা হয়, কোম্পানির পেনশন স্কিমের জন্য তিন লাখ টাকা সিকিউরিটি মানি হিসেবে জমা দিতে হবে। এটা পাঁচ বছর পর দ্বিগুণ হবে। এ ছাড়া, মাসে মাসে এই টাকার কিছু লাভের অংশও আমাকে দেওয়া হবে। এসব শুনে আমি শেষমেশ আমার কাছে থাকা দুই লাখ ৫০ হাজার টাকা জমা দিই।’

একইভাবে প্রতারিত হওয়ার কথা জানান আব্দুল মান্নান নামে অন্য এক ব্যক্তি। তাকে নানা সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানানো হলে তিনি পাঁচ লাখ টাকা ‘সিকিউরিটি মানি’ জমা দেন।

সিআইডির অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মোল্যা নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চক্রটি ২০১৩ সাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় অফিস নিয়ে প্রতারণা করে আসছিল। তারা মূলত অবসরপ্রাপ্ত সরকারি-বেসরকারি চাকরিজীবীদের টার্গেট করে বিভিন্ন পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দেয়। তিন-চার মাস পর পর তারা তাদের অফিস পরিবর্তন করতো এবং গা-ঢাকা দিতো।’

তিনি আরও বলেন, ‘এসব প্রতারণার ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এর আগেই এই চক্রের বিরুদ্ধে রমনা, পল্টন ও গুলশান থানায় ৭টি মামলা দায়ের করা হয়। চক্রটির সদস্যদের বিরুদ্ধে একটি মানিলন্ডারিং মামলাও হবে, যা প্রক্রিয়াধীন রয়েছে।’

সিআইডির অর্গানাইজড ক্রাইমের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিনহাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই চক্রের সদস্যদের মধ্যে ৪-৫ জন প্রতারণার মূল পরিকল্পনা তৈরি করতো। আর বাকিরা বিভিন্ন সময় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কাজ করতো। এই প্রতারণার কাজে চক্রটিকে একজন অর্থ সরবরাহ করতো, তবে সে প্রকাশ্যে আসতো না। আমরাও তার সন্ধান পাইনি। তবে তার সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।’

/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীথাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি