X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ভ্যাট-ট্যাক্সের কাগজ দুদকে জমা দেবেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৮, ১২:৫৫আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৫:১৪

জিজ্ঞাসাবাদ শেষে দুদক থেকে বেরিয়ে যাচ্ছেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা পানামা পেপার্সে নিজের নাম নেই বলে দাবি করেছেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। জিজ্ঞাসাবাদ শেষে দুদক থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের জানান, আমার ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের আয়-ব্যয় ও সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদক থেকে আমার ট্যাক্স ও ভ্যাটের কাগজ চাওয়া হয়েছে, যেগুলো আমি পরবর্তীতে দুদকে জমা দেবো।  

এর আগে পানামা পেপার্স কেলেঙ্কারিতে নাম আসায় ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এবং পরিচালক খন্দকার মইনুল আহসানকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়।  পরিচালক খন্দকার মইনুল আহসানকে এখনও জিজ্ঞাসাবাদ চলছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, সোমবার সকাল ১০টায় হাসান মাহমুদ রাজা এবং বেলা ১২টায় মইনুল আহসান দুদক কার্যালয়ে এসে উপস্থিত হন। দুদকের উপ –পরিচালক আখতার হামিদ ভুঁইয়া তাদেরকে জিজ্ঞাসাবাদ ছাড়াও আজ ইউনাইটেড গ্রুপের পরিচালক ইসমাইল হোসেন ও আখতার মাহামুদেরও উপস্থিত হওয়ার কথা রয়েছে। এর আগে তাদেরকে গত ৮ জুলাই দুদক থেকে পাঠানো এক চিঠিতে তলব করা হয়। এছাড়া, প্যারাডাইস পেপার্সে নাম থাকা এরিক জনসন আন্দ্রেস, ফারাহানা ইয়াবুবুর রহমান এবং মাহতাব রহমানকে মঙ্গলবার (১৭ জুলাই) দুদক কার্যালয়ে তলব করা হয়েছে।

দুদকের সচিব ড. শামসুল আরেফিন সাংবাদিকদের বলেন, ‘আমাদের তিন সদস্যের টিম পানামা পেপার্স কেলেঙ্কারির বিষয়টি অনুসন্ধান করছে। বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদ এবং দুদকের নিজস্ব ইন্টেলিজেন্সের সহায়তায় মানি লন্ডারিংয়ের অভিযোগগুলোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ’

সোমবার যাদের দুদকে তলব করা হয়েছে,  পানামা পেপার্স নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পানামা পেপার্সে  আসা নাম এবং তাদের পাসপোর্টের নামের বানান মিলিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।  আমরা প্রাথমিকভাবে কিছু বিষয় নিয়ে অনুসন্ধান চালিয়েছি। আমাদের কাছে থাকা কিছু তথ্যের ওপর ভিত্তি করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’

যাদেরকে দুদক কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারা অভিযোগ করেছেন— তাদের বিনা কারণে হয়রানি করা হয়েছে। এমন প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, ‘হয়রানির উদ্দেশ্যে কাউকে জিজ্ঞাসাবাদ করা হয় না। স্বাস্থ্যগত কারণে যদি কারও উপস্থিত হতে সমস্যা থেকে থাকে, তাহলে তাদের সেই ব্যাপারে আবেদন করার সুযোগ ছিল। কিন্তু তারা কেউ আবেদন করেননি। আমাদের অনুসন্ধান চলছে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অনুসন্ধান শেষ হবে।
বিশ্বে আলোড়ন তোলা পানামা পেপার্স ও প্যারাডাইস পেপার্সে যেসব বাংলাদেশির নাম এসেছে, তাদের অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম ৩০ জুনের মধ্যে শেষ করার জন্য গত মাসে নির্দেশ দেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নাম আসার পর ২০১৬ সালের ৭ এপ্রিল দুদকের উপপরিচালক আখতার হামিদ ভুঁইয়ার নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করে দুদক। দলের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক মজিবুর রহমান ও উপসহকারী পরিচালক রাফী মো. নাজমুস সাদাত।
পানামা পেপার্স ও প্যারাডাইস পেপার্স হলো বিশ্বের ১৮০টি দেশের রাজনীতিক, সেলিব্রিটি ও বিত্তশালী মানুষের অর্থনৈতিক লেনদেন ও মালিকানা সংক্রান্ত বিস্তারিত তথ্যের এক বিশাল ডাটাবেজ। কর দিতে হয় না কিংবা খুবই নিম্নহারে কর দেওয়া যায়, এমন দেশে বিনিয়োগ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা।

 

 

/আরজে/এসএসএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ